বাস্তুসংস্থানগত পিরামিড
বাস্তুসংস্থানগত বা ইকোলজিক্যাল পিরামিড (Ecological Pyramid)
সংজ্ঞা (Definition) :
একটি বাস্তুতন্ত্রের কোনো পুষ্টিগঠনের (Trophic Structure) পুষ্টিস্তর (Trophic Level)— গুলিকে শক্তির অনুক্রমিকভাবে তাদের সংখ্যা বা জীবভর বা শক্তির ভিত্তিতে সাজালে যে শিখর তৈরি হয়, তাকে ইকোলজিক্যাল পিরামিড বলে।
প্রকারভেদ (Types) :
ইকোলজিক্যাল পিরামিডের পুষ্টিস্তরগুলিতে ক্রমপর্যায়ে উৎপাদক থেকে খাদকে সংখ্যা বা জীবভর বা শক্তি হ্রাস পায়।
এই অনুসারে ইকোলজিক্যাল পিরামিড তিনপ্রকারের হয়। যথা-
(i) জীবভরের পিরামিড (Pyramid of Biomass): পুষ্টিস্তরগুলিকে জীবভর (Biomass) অনুযায়ী ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড পাওয়া যায়। এর একক – গ্রাম/বর্গমিটার/বৎসর।
(ii) সংখ্যার পিরামিড (Pyramid of Number) : সংখ্যার ভিত্তিতে পুষ্টিস্তরগুলিকে ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড পাওয়া যায়। এর একক – সংখ্যা/বর্গমিটার/বৎসর।
(iii) শক্তির পিরামিড (Pyramid of Energy) : সামগ্রিক শক্তির ভিত্তিতে পুষ্টিস্তরগুলিকে ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড পাওয়া যায়, এর একক কিলো- ক্যালোরি/বর্গমিটার/বৎসর।