জেনে রাখা ভালো
ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের পার্থক্যঃ-
ট্যাকটিক চলন | ন্যাস্টিক চলন |
---|---|
1 এটি সামগ্রিক চলন। এতে উদ্ভিদের স্থান পরিবর্তন হয়। | 1 এটি বক্রচলন। এতে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় না। |
2 এটি উদ্দীপকের গতিপথ ও তীব্রতা অনুসারে ঘটে। | 2 এটি উদ্দীপকের গতিপথ অনুসারে হয় না, তীব্রতা অনুসারে ঘটে। |
ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্যঃ-
ট্রপিক চলন | ন্যাস্টিক চলন |
---|---|
1 এটি উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটে। কিন্তু তীব্রতা অনুসারে ঘটে না। | 1 এটি উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে, কিন্তু গতিপথ অনুসারে ঘটে না। |
2 এটি অপরিণত উদ্ভিদ অঙ্গের অসম বৃদ্ধির ফলে ঘটে। | 2 এটি পরিণত অঙ্গে রসস্ফীতি চাপের পরিবর্তনের ফলে ঘটে। |
ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি কী?- যে পেশির সংকোচনে অস্থিসন্ধি ভাঁজ হয়ে দুটি অঙ্গ কাছাকাছি আসে, তাকে ফ্লেক্সর পেশি বলে। উদাহরণ-হাতের বাইসেপস্ পেশি। যে পেশির সংকোচনে ভাঁজ হওয়া সন্ধি প্রসারিত হয়ে দুটি অঙ্গ দূরে সরে যায়, তাকে এক্সটেনসর পেশি বলে। উদাহরণ-হাতের ট্রাইসেপস পেশি।
মরণসংকোচন কী?- মৃত্যুর পর সংকোচনশীলতা ধর্ম নষ্ট হয়ে অনঢ় হয়ে যায়, একে মরণসংকোচন (rigor mortis) বলে।
মানবদেহে সবচেয়ে বড়ো ও ছোটো অস্থি ও পেশির নাম কী?- সবচেয়ে বড়ো অস্থি ফিমার, বড়ো পেশি সামটোরিয়াস এবং ছোটো অস্থি কর্ণের অস্থি (স্টেপিস) এবং ছোটো পেশি সিলিয়ারি পেশি।
অস্থিসন্ধি কী? উদাহরণ দাও।- দুটি বা তার বেশি অস্থির সংযোগস্থানকে অস্থিসন্ধি বলে। উদাহরণ-বল ও সকেট সন্ধি, কব্জি ও গোড়ালির অ্যাঙ্গুলার জয়েন্ট, হাঁটু ও কনুইতে কব্জা সন্ধি।
মাছের জোড় পাখনাগুলি সুতো দিয়ে বেঁধে দিলে কী অসুবিধা হবে?- মাছ জলে স্থিরভাবে ভেসে থাকতে পারবে না। তাকে সবসময় সাঁতার কাটতে হবে। না পারলে অবসন্ন হয়ে জলের গভীরে তলিয়ে যাবে।
থিগমোট্রপিক চলন কী?- স্পর্শের দিক অনুসারে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে থিগমোট্রপিক চলন বলে। উদাঃ- আকর্ষ কোনো অবলম্বনের স্পর্শে স্পর্শতলের বিপরীতে বেশি বৃদ্ধি পেয়ে অবলম্বনটিকে পেঁচিয়ে থাকে।