আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন
বাহ্যিক উদ্দীপকের প্রভাবে কোনো উদ্ভিদে অথবা উদ্ভিদ থেকে উৎপন্ন স্পোর বা গ্যামেটের অঙ্গসঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করাকে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন বলে।
এটি কয়েক প্রকারের হয়। যথা-
a)ফটোট্যাকটিক চলন (আলোক উদ্দীপকের প্রভাবে),
b)থার্মোট্রাকটিক চলন (উষ্ণতার প্রভাবে)
c)হাইড্রোট্যাকটিক চলন (জলের প্রভাবে)
d)রিয়োট্যাকটিক চলন (জলস্রোতের প্রভাবে)
e)গ্যালভেনোট্যাকটিক চলন(বিদ্যুতের প্রভাবে)-এইপ্রকার উদাহরণ হল ক্ল্যামাইডোমোনাস প্রভৃতি শৈবাল।
এছাড়া আর একপ্রকার ট্যাকটিক চলন হল
f) কেমোট্যাকটিক চলন (রাসায়নিক বস্তুর প্রভাবে)। এর উদাহরণ হল ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলন।