উদ্ভিদের অভিযোজন
উদ্ভিদের অভিযোজন (Adaptation in Plants)
বিভিন্ন পরিবেশে অভিযোজনের ভিত্তিতে উদ্ভিদ পাঁচ প্রকারের হয়। যথা—
1. হাইড্রোফাইট (Hydrophyte) বা জলজ উদ্ভিদ : যে উদ্ভিদ জলে জন্মায়। যেমন—পদ্ম।
2. জেরোফাইট (Xerophyte) বা জাঙ্গল উদ্ভিদ : যে উদ্ভিদ মরুভূমি অঞ্চলে জন্মায়। যেমন—ফণিমনসা।
3. মেসোফাইট (Mesophyte) বা স্থলজ উদ্ভিদ : যে উদ্ভিদ সাধারণত স্থলজ পরিবেশে জন্মায়। যেমন-আম।
4. হ্যালোফাইট (Halophyte) বা লবণাম্বু উদ্ভিদ : যে উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায়। যেমন—সুন্দরী।
5. এপিফাইট (Epiphyte) বা পরাশ্রয়ী উদ্ভিদ : যে উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর জন্মায়। যেমন–অর্কিড।