স্নায়ুতন্ত্রের বিবর্তন
স্নায়ুতন্ত্রের বিবর্তন (Evolution of Nervous System)
- এককোশী প্রাণীদের স্নায়ুতন্ত্র অনুপস্থিত।
- হাইড্রার দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি দেখা যায়। এদের দেহে কতকগুলি স্নায়ুকোশ জালকের আকারে থাকে।
- প্ল্যানেরিয়াতে প্রথম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখা যায় যেটি দুটি মস্তিষ্ক বা স্নায়ুগ্রন্থি নিয়ে গঠিত।
- সকল অমেরুদন্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিরেট এবং পরিপাক নালির অঙ্কদেশে অবস্থিত।
- মেরুদন্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উন্নত এবং ফাঁপা ও পরিপাক নালির পৃষ্ঠদেশে অবস্থিত।
- মানুষের স্নায়ুতন্ত্র সবচেয়ে উন্নত।
অমেরুদন্ডী ও মেরুদন্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের পার্থক্যঃ
নং | অমেরুদন্ডী প্রাণীর স্নায়ুতন্ত্র | মেরুদন্ডী প্রানীর স্নায়ুতন্ত্র |
---|---|---|
১ | স্নায়ুতন্ত্র অনুন্নত এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি দেহের অঙ্কদেশে অবস্থিত। | স্নায়ুতন্ত্র উন্নত এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি দেহের পৃষ্ঠদেশে অবস্থিত। |
২ | কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিরেট এবং এটি প্রধানত একাধিক স্নায়ুগ্রন্থি নিয়ে গঠিত। | কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা এবং এটি মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড নিয়ে গঠিত। |