উদ্ভিদ হরমোন
উদ্ভিদ হরমোন (Plant Hormones)
উদ্ভিদ হরমোনকে ফাইটোহরমোন (Phytohormones) বলে। উদ্ভিদের হরমোনগুলি সাধারণত ভাজক কলা থেকে উৎপন্ন হয় এবং ব্যাপন প্রক্রিয়ায় অথবা ফ্লোয়েম কলার মাধ্যমে বাহিত হয়।
উদ্ভিদ হরমোনের শ্রেণিবিভাগ ( Classification of Plant Hormones)
(a) প্রাকৃতিক ( Natural) : এই হরমোনগুলি উদ্ভিদদেহে পাওয়া যায় না কিন্তু গবেষণাগারে প্রস্তুত করা হয়। যথা-
- ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড (IBA);
- ইন্ডোল প্রোপিয়নিক অ্যাসিড (NOA);
- ন্যাপথলিন অ্যাসেটিক অ্যাসিড (NAA);
- ন্যাপথক্সি অ্যাসেটিক অ্যাসিড (NOA);
- 2, 4 -ডাইক্লো– রোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড (2, 4-D);
- 2, 4, 5-ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড – (2, 4, 5-T) ;
- মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড (MCPA) প্রভৃতি।
(b) প্রকল্পিত (Postulated) : এই হরমোনগুলি উদ্ভিদে উপস্থিত থেকে কিছু কাজ করে বলে কল্পনা করা হয়েছে কিন্তু এদের রাসায়নিক গঠন ও কাজের ধরন জানা যায়নি। যথা–
- রাইজোকলাইন (মূলের বৃদ্ধি ঘটায়);
- ফাইলোকলাইন (পাতার বৃদ্ধি ঘটায় )।
- কলোকলাইন (কান্ডের বৃদ্ধি ঘটায়);
- ফ্লোরিজেন (ফুল ফোটায়);
- ভারনালিন (দ্বি- বর্ষজীবীতে ফুল ফোটায়);
- ট্রম্যাটিন (ক্ষতস্থান– পূর্ণ করে) প্রভৃতি।