logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

জীবন বিজ্ঞান চর্চা

জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ

সংক্ষিপ্ত বিবরণ সালোকসংশ্লেষের বিক্রিয়া CO2 এর উৎস ও ভূমিকা জলের উৎস ও ভূমিকা ক্লোরোফিলের উৎস ও ভূমিকা সূর্যালোকের উৎস ও ভূমিকা সালোকসংশ্লেষের অন্যান্য উপাদান সালোকসংশ্লেষের স্থান সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি আলোক দশা অন্ধকার দশা গ্লুকোজের পরিনতি সালোকসংশ্লেষের প্রভাবক সালোকসংশ্লেষের তাৎপর্য সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ জেনে রাখা ভালো

শ্বসন

সংক্ষিপ্ত বিবরণ শ্বসনের স্থান ও সময় শ্বসনবস্তু ও শক্তি সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক উদ্ভিদের শ্বাসঅঙ্গ প্রাণীদের শ্বাসঅঙ্গ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়া শ্বসনের তাৎপর্য শ্বসনের কাজ জেনে রাখা ভালো

পুষ্টি

সংক্ষিপ্ত বিবরণ খাদ্য শর্করা প্রোটিন স্নেহপদার্থ বা চর্বি খনিজ লবণ ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিন A ভিটামিন D ভিটামিন E ভিটামিন K ভিটামিন B কমপ্লেক্স ভিটামিন C পুষ্টিতে জলের ভূমিকা স্বভোজী উদ্ভিদের পুষ্টি পরভোজী উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টির অত্যাবশ্যকীয় মৌল উপাদান প্রাণীর পুষ্টি হলোজোয়িক পুষ্টি উৎসেচক বিপাক শক্তির চাহিদা ও সুষম খাদ্য জেনে রাখা ভালো

সংবহন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের সংবহন প্রাণীর সংবহন জেনে রাখা ভালো

চলন ও গমন

সংক্ষিপ্ত বিবরণ
কয়েকটি প্রাণীর গমন পদ্ধতি
অ্যামিবা কেঁচো আরশোলা মাছ মানুষের দ্বিপদীগমন অন্যান্য প্রাণী
উদ্ভিদের চলন ও গমন
উদ্ভিদের চলন স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক চলন স্বতঃস্ফূর্ত বক্রচলন আবিষ্ট বক্রচলন জেনে রাখা ভালো

রেচন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন পদার্থ গঁদ রজন ট্যানিন তরুক্ষীর বান তৈল বা উদ্‌বায়ী তৈল জৈব অ্যাসিড ধাতব কেলাস উপক্ষার গ্লাইকোসাইড প্রাণীর রেচন প্রাণীর প্রধান রেচনঅঙ্গ মানুষের রেচন-অঙ্গ বৃক্ক ত্বক ফুসফুস যকৃৎ লালাগ্রন্থি অন্ত্র জেনে রাখা ভালো

স্নায়ুতন্ত্র

সংক্ষিপ্ত বিবরণ স্নায়ুতন্ত্রের বিবর্তন স্নায়ুতন্ত্রের উপাদান নিউরোন বা স্নায়ুকোশ নিউরোনের প্রকারভেদ নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস স্নায়ু স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকান্ড করোটিয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জেনে রাখা ভালো

জ্ঞানেন্দ্রিয়

সংক্ষিপ্ত বিবরণ চক্ষু বা দর্শনেন্দ্রিয় কর্ণ বা শ্রবণেন্দ্রিয় নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় জিহ্বা বা স্বাদেন্দ্রিয় ত্বক বা স্পর্শেন্দ্রিয় জেনে রাখা ভালো

হরমোন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় ব্যাবহারিক প্রয়োগ প্রাণী হরমোন অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন ইনসুলিন থাইরক্সিন আড্রিনালিন বা এপিনেফ্রিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন জেনে রাখা ভালো

কোশ ও কোশবিভাজন

সংক্ষিপ্ত বিবরণ ক্রোমোজোম ইউক্যারিয়োটিক ক্রোমোজোম অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন কোশ বিভাজন কোশচক্র মাইটোসিস উদ্ভিদকোশে মাইটোসিস প্রাণীকোশে মাইটোসিস সাইটোকাইনেসিস জেনে রাখা ভালো

জনন ও বংশগতি

জনন অঙ্গজজনন অযৌনজনন যৌনজনন অপুংজনি জনুক্রম বংশগতি সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা বংশগতিসংক্রান্ত মেন্ডেলের সূত্র গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি মানুষের লিঙ্গ-নির্ধারণ মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম জেনে রাখা ভালো

অভিব্যাক্তি বা বিবর্তন

সংক্ষিপ্ত বিবরণ জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ জীবাশ্মঘটিত প্রমাণ অভিব্যক্তির তত্বাবলি ল্যামার্কবাদ ডারউইন পরিব্যক্তিবাদ জেনে রাখা ভালো

অভিযোজন

সংক্ষিপ্ত বিবরণ অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক উদ্ভিদের অভিযোজন পদ্মের অভিযোজন ক্যাকটাসের অভিযোজন সুন্দরীর অভিযোজন প্রাণীর অভিযোজন রুইমাছের অভিযোজন পায়রার অভিযোজন জেনে রাখা ভালো

ভাইরাস, অণুজীব, রোগ ও স্বাস্থ্য

ভাইরাস ভাইরাসের শ্রেণিবিভাগ ব্যাকটেরিয়োফাজ রোগসৃষ্টিকারী ভাইরাস ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অণুজীব ও তার প্রকারভেদ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা ছত্রাক প্রোটোজোয়া রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান বাহকের দ্বারা সৃষ্ট রোগ রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ সাধারণ বীজঘ্ন এর ব্যবহার অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ জেনে রাখা ভালো

পরিবেশ, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ

পরিবেশ জৈব ভূরাসায়নিক চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি খাদ্যশৃঙ্খল খাদ্যজাল পুষ্টিগঠন বাস্তুসংস্থানগত পিরামিড বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একটি পুকুরের বাস্তুতন্ত্র সংরক্ষণ জলসংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ বনসংরক্ষণ বন্যজীবন সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরন্য বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী জেনে রাখা ভালো

অঙ্গজজনন


অঙ্গজ জনন (Vegetative Reproduction or Vegetative multiplication)

সংজ্ঞা (Definition) :

যেপ্রকার জনন পদ্ধতিতে জীবদেহের বিভিন্ন অংশ (উদ্ভিদের) মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমগুণসম্পন্ন অপত্য সৃষ্টি হয়, তাকে অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তার বলে।

প্রকারভেদ ও উদাহরণ (Types and Example) :

অঙ্গজজনন প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে।

A. উদ্ভিদের দেহে স্বতঃস্ফূর্তভাবে ঘটিত প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ :

  • 1. দ্বিবিভাজন (Fission) পদ্ধতিতে ইস্ট, ক্ল্যামাইডোমোনাস প্রভৃতি এককোশী উদ্ভিদের কোশটি বিভাজিত হয়ে অপত্য উদ্ভিদ গঠিত হয়।

  • 2. কোরকোদগম (Budding) পদ্ধতিতে ইস্ট-এর দেহে সৃষ্ট কোনো স্ফীত অংশ (কোরক) একটি অপত্য নিউক্লিয়াসসহ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্টে পরিণত হয়।

  • 3. খণ্ডভবন (Fragmentation) -এর মাধ্যমে স্পাইরোগাইরা-এর দেহখণ্ড হতে নতুন উদ্ভিদ গঠিত হয়।

  • 4. পরিবর্তিত মৃদ্‌গত কাণ্ড (Modified underground stem)-এর মাধ্যমে আদা, আলু, পেঁয়াজ, ওল প্রভৃতির অপত্য গঠিত হয়।

  • 5. পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ড (Modified sub-aerial stem)-এর মাধ্যমে শুশনি, স্ট্রবেরি, চন্দ্রমল্লিকা, কচুরিপানা প্রভৃতির বংশবৃদ্ধি হয়।

  • 6. অস্থানিক মুকুলের মাধ্যমে পাথরকুচি পাতা ও পটল মূল নতুন উদ্ভিদ সৃষ্টি করে।

  • 7. বুলবিল (Bulbil) নামক পরিবর্তিত পুষ্পমুকুলের দ্বারা চুপড়ি আলু বংশবিস্তার করে।

B. উদ্ভিদের দেহ থেকে কৃত্রিম উপায়ে নতুন উদ্ভিদ সৃষ্টির উদাহরণ :

  • 1. শাখাকলম (Cutting) সৃষ্টির মাধ্যমে (কাণ্ডের অংশ কেটে মাটিতে স্থাপন করা হয়) গাঁদা, জবা, সজিনা প্রভৃতির কৃত্রিম অঙ্গজজনন ঘটানো যায়।

  • 2. দাবাকলম (Layering) সৃষ্টির মাধ্যমে (মাটিসংলগ্ন গাছের শাখার পর্বযুক্ত অংশকে মাটি চাপা দেওয়া হয় এবং কয়েকদিন পর উৎপন্ন মূলসহ শাখা কেটে অন্যত্র স্থাপন করা হয়) লেবু, আঙুর প্রভৃতির অপত্য গঠিত হয়।

  • 3. গুটিকলম (Gootee) তৈরি করে (গাছের শাখার কোনো অংশের ছাল তুলে সারমাটির প্রলেপ ও তার ওপর চট দিয়ে বেঁধে বেশ কয়েকদিন জল দেওয়ার পর সৃষ্টমূলসহ শাখা কেটে মাটিতে স্থাপন করা হয়) লিচু, পেয়ারা প্রভৃতির অপত্য গঠিত হয়।

  • 4. জোড়কলম (Grafting) তৈরি করে (সাধারণ মানের মূলসহ একটি উদ্ভিদের কাণ্ডের সাথে একই প্রজাতির উন্নতমানের শাখা বা মুকুল বিশেষভাবে জোড় লাগানো হয়; যার নীচের অংশকে স্টক ও উপরের অংশকে সিয়ন বলে) গোলাপ, আম, জাম প্রভৃতির অপত্য উৎপন্ন করা হয়।

গুরুত্ব (Importance) :

A. অঙ্গজননের সুবিধাগুলি হল :

  • 1. নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংরক্ষণ : অঙ্গজজননে জনিতৃ জীবের সকল বৈশিষ্ট্য অপত্যের মধ্যে থাকে। তাই বংশানুক্রমে নির্দিষ্ট বৈশিষ্ট্য সংরক্ষিত হয়।

  • 2. দ্রুত বংশবিস্তার : খুব অল্পসময়ে অঙ্গজজননের মাধ্যমে বহু অপত্য উৎপন্ন করা যায়।

  • 3. বীজবিহীন উদ্ভিদের বংশবিস্তার : যেসকল উদ্ভিদে কদাচিৎ বীজ উৎপন্ন হয় বা একেবারেই হয় না সেই উদ্ভিদে অঙ্গজ জনন একান্ত প্রয়োজন।

  • 4. ফুল ও ফলের দ্রুত উৎপাদন : অঙ্গজজননে সৃষ্ট উদ্ভিদগুলিতে জনিতৃ দেহের কিছু হরমোন থাকায় অল্পসময়ে ফুল ও ফল উৎপন্ন হয়।

  • 5. সহজসাধ্য প্রক্রিয়া : অঙ্গজজনন সহজেই সংঘটিত হয় এবং এতে কোনো ঝুঁকি থাকে না।

B. অঙ্গজননের অসুবিধাগুলি হল :

  • (1) অঙ্গজজননে উৎপন্ন উদ্ভিদগুলিতে কোনো নতুন বৈশিষ্ট্যের সংযোজন ঘটে না।
  • (2) উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কম হয় এবং দুর্বল ও স্বল্পায়ু হয়।
  • (3) অভিব্যক্তির সম্ভাবনা না থাকায় প্রজাতির অবলুপ্তি ঘটতে পারে।