স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ
স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ (Classification of Nervous System )
স্নায়ুতন্ত্রকে প্রধানত দু-ভাগে ভাগ করা যায়। যথা—
- A. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
- B. প্রান্তীয় স্নায়ুতন্ত্র।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (১) মস্তিষ্ক ও (২) সুষুম্নাকাণ্ড দ্বারা গঠিত।
প্রান্তীয় স্নায়ুতন্ত্র (১) 12 জোড়া করোটি স্নায়ু, (২) 31 জোড়া সুষুম্নীয় স্নায়ু এবং (৩)স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে গঠিত।
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার স্বতন্ত্র ও পরাস্বতন্ত্র স্নায়ু নিয়ে গঠিত।
স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড করোটীয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ু (12 জোড়া) (31 জোড়া) স্বতন্ত্র পরাস্বতন্ত্র