প্রাণীর অভিযোজন
প্রাণীর অভিযোজন (Adaptation in Animals)
বিভিন্ন পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের বিভিন্ন রকম অভিযোজন ঘটে। যথা—
1. জলজ অভিযোজন :
- (i) মুখ্য জলজ প্রাণীর অভিযোজন : যেমন—মাছের অভিযোজন ।
- (ii) গৌণ জলজ প্রাণীর অভিযোজন : যেমন—কুমিরের অভিযোজন।
2. স্থলজ অভি্যোজন :
- (i) মরু অভিযোজন : যেমন — উটের অভিযোজন
- (ii) গতি অভিযোজন : যেমন ঘোড়ার অভিযোজন।
- (iii) বৃক্ষ অভিযোজন : যেমন—বানরের অভিযোজন।
- (iv) গুহা অভিযোজন : যেমন—স্যালামান্ডারের অভিযোজন।
- (v) ভূগর্ভ অভিযোজন : যেমন—সাপের অভিযোজন।
- (vi) গভীর সমুদ্রে অভিযোজন : যেমন— স্করপিয়নের অভিযোজন।
3. খেচর অভিযোজন :
- (i) মুখ্য খেচর প্রাণীর অভিযোজন : যেমন—পায়রার অভিযোজন।
- (ii) গৌণ খেচর প্রাণীর অভিযোজন : যেমন—উড়ুক্কু কাঠবিড়ালীর অভিযোজন।