অবাত শ্বসন
অবাত শ্বসন (Anaerobic Respiration) :
A. বৈশিষ্ট :
- (i) বায়ুর (আণবিক অক্সিজেনের) অনুপস্থিতিতে এই শ্বসন ঘটে, কিন্তু অক্সিজেনের যৌগ (NO3,SO4 প্রভৃতি) প্রয়োজন হয়।
- (ii) শক্তির অসম্পূর্ণ মুক্তি ঘটে।
- (iii) CO2 ও H2O উৎপন্ন হয়।
- (iv) কেবল অবায়ুজীবী অবায়ুজীবী জীবকোশে হয়।
- (v) প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক O2 -যুক্ত যৌগ।
B. সংজ্ঞা :
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আণবিক অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের দ্বারা কেবল অবায়ুজীবী* জীবকোশ শ্বসন বস্তু (প্রধানত গ্লুকোজ ) জারিত হয়ে জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং শ্বসন বস্তুর মধ্যস্থ শক্তি আংশিকভাবে নির্গত হয়, তাকে অবাত শ্বসন বলে।
C. উদাহরণ :
থায়োব্যাসিলাস ( ডিনাইট্রিফাইং ব্যাক্টেরিয়া), ডিসালফোভিব্রিয়ো (সালফার ব্যাক্টেরিয়া), ক্লট্রিডিয়াম, মনোসিসিটিস (প্রাণী) প্রভৃতি অবায়ুজীবী জীবে অবাত শ্বসন ঘটে।
D. সমীকরণ :
( যদি O2 -যুক্ত যৌগরূপে NO3 ব্যবহৃত হয় )
C6H12O6 + 12NO3 -> 6CO2 + 6H2O + 12NO2 + 50 K cal
সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য :
নং | সবাত শ্বসন | অবাত শ্বসন |
---|---|---|
১ | সবাত শ্বসন আণবিক ( মুক্ত) অক্সিজেনের উপস্থিতিতে ঘটে । | অবাত শ্বসন আণবিক অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সইজেযুক্ত যৌগের উপস্থিতিতে ঘটে । |
২ | এই প্রক্রিয়ায় শক্তি সম্পূর্নভাবে মুক্ত হয় (প্রতি মোল গ্লুকোজ থেকে 686 k cal )। | এই প্রক্রিয়ায় শক্তি অসম্পূর্নভাবে মুক্ত হয় ( প্রতি মোল গ্লুকোজ থেকে 50 k-cal)। |
৩ | এটি বায়ুজীবী জীবকোশের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। | এটি কেবল অবায়ুজীবী জীবকোশের সাইটোপ্লাজমে ঘটে। |
৪ | প্রান্তীয় শ্বসন পথ দীর্ঘ এবং প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক মুক্ত অক্সিজেন। | প্রান্তীয় শ্বসন পথ হ্রস্ব এবং প্রান্তীয় হাইড্রোজেন গ্রাহক অক্সিজেনযুক্ত যৌগ। |