জেনে রাখা ভালো
সমসংস্থ ক্রোমোজোম (Homologous Chromosome) কাকে বলে?
প্রতিটি ডিপ্লয়েড দেহকোশে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। সমআকৃতিযুক্ত প্রতিজোড়া ক্রোমোজোমকে সমসংস্থ ক্রোমোজোম বলে।
সাইন্যাপসিস (Synapsis) কী ?
মিয়োসিস কোশবিভাজনের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমগুলির জোড়বাঁধার পদ্ধতিকে সাইন্যাপসিস বলে।
টেট্রাড কী?
সমসংস্থ ক্রোমোজোম জোড়বাঁধা অবস্থায় দুটি করে ক্রোমাটিডে ভাগ হয়ে মোট চারটি ক্রোমাটিড একসাথে থাকে। একেই টেট্রাড বলে।
ক্রসিংওভার (Crossing over ) ও কায়াজমা (Chiasma) কী ?
মিয়োসিস কোশবিভাজনের প্রথম প্রোফেজের প্যাকিটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় পদ্ধতিকে ক্রসিংওভার বলে এবং ক্রসিংওভারের ফলে ননসিস্টার ক্রোমাটিডের X চিহ্নের মতো অবস্থানকে কায়াজমা বলে।