কার্বন চক্র
কার্বনচক্র (Carbon Cycle)
বায়ুমণ্ডল এবং জলে দ্রবীভূত বায়ুতে কার্বন অবস্থান করে কার্বন ডাইঅক্সাইড রূপে।
সংজ্ঞা (Definition) :
যে চক্রাকার পথে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বন সালোকসংশ্লেষ প্রভৃতির মাধ্যমে পরিবেশ থকে জীবদেহে এবং শ্বসন, দহন প্রভৃতির মাধ্যমে জীবদেহ থেকে পরিবেশ আবর্তিত হয়, তাকে কার্বন চক্র বলে।
পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের সংযোজন :
⚫A. জীবদেহ থেকে :
- (i) শ্বসন প্রক্রিয়ায় সকল উদ্ভিদ ও প্রাণী কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যা পরিবেশে CO2 -এর সংযোজন ঘটায়। জলজ জীবেরা জলে দ্রবীভূত বায়ুতে এবং স্থলজ জীবেরা বায়ুতে CO2 যোগ করে। প্রসঙ্গত উদ্ভিদ থেকে দিনের বেলায় উৎপন্ন CO2 এর অল্পই বাইরে বেরিয়ে যায়।
- (ii) মৃত্যুর পরে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষের উপর ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি জন্মে পচন ঘটায় এবং জৈব পদার্থ বিশ্লিষ্ট করেCO2 উৎপন্ন করে।
⚫B. ভৌত প্রক্রিয়ায় :
- (i) দহন প্রক্রিয়ায় কাঠ, কয়লা প্রভৃতি সকল কার্বনযুক্ত যৌগ থেকে CO2 উৎপন্ন হয়।
- (ii) উষ্ম প্রস্রবণ থেকে এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে CO2 উৎপন্ন হয়।
- (iii) চুনাপাথর অ্যাসিডের সংস্পর্শে CO2 উৎপন্ন করে।
- (iv) শামুক, ঝিনুক প্রভৃতি জলজ খোলকযুক্ত প্রাণীর খোলক (CaCO3) থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ও দহনে CO2 উৎপন্ন হয়।
পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ :
⚫ A. জীবের মাধ্যমে :
- (i) সকল সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে অথবা জলে দ্রবীভূত বায়ু থেকে CO2 -এর অপসারণ ঘটায়। প্রাণীরা উদ্ভিদের থেকে কার্বনযুক্ত জৈবখাদ্য গ্রহণ করে।
- (ii) শামুক, ঝিনুক, প্রভৃতি কম্বোজ প্রাণীরা পরিবেশের CO2 শোষণ করে বা সমুদ্রের কার্বনেট লবণ গ্রহণ করে খোলক গঠন করে।
- (iii) রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াগুলিও পরিবেশের CO2 শোষণ করে।
⚫B. ভৌত প্রক্রিয়া :
সমুদ্রজল, ফেলস্পার পাথর, চুনাপাথর প্রভৃতি বায়ুর CO2 শোষণ করে কার্বনেট লবণ গঠন করে।
কার্বন চক্রের তাৎপর্য :
- (i) কার্বন চক্রের মাধ্যমে প্রকৃতিতে CO2-এর সমতা বজায় থাকে। ফলে CO2-এর আধিক্য ঘটে জীবকুল ধ্বংস হয় না।
- (ii) সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য CO2 ক্রমাগত পেতে থাকে কার্বন চক্রের মাধ্যমে।