অভয়ারণ্য
অভয়ারণ্য (Sanctuary) :
যেসকল অরণ্যে বিলুপ্তপ্রায় প্রাণীগুলিকে টিকিয়ে রাখার জন্য রাজ্যসরকারের আদেশ বলে প্রাণী হত্যা, গাছকাটা, মাছ ধরা প্রভৃতি নিষিদ্ধ হয় এবং প্রাণীদের নির্ভয়ে বিচরণ, খাদ্যগ্রহণ, বংশবিস্তার প্রভৃতির ব্যবস্থা থাকে, তাকে অভয়ারণ্য বলে।
উদাহরণ:
গশ্চিমবঙ্গের জলদাপাড়া, সজনেখালি; বিহারের পালামৌ প্রভৃতি।