CO2 এর উৎস ও ভূমিকা
সালোকসংশ্লেষের উপাদান - উৎস ও ভূমিকা
সালোকসংশ্লেষের জন্য চারটি উপাদান হল কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক ও ক্লোরোফিল। এছাড়া অন্যান্য উপাদানগুলি হল NADP, ADP, iP, RuBP ও বিভিন্ন উৎসেচক।
NADP = নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিয়োটাইড ফসফেট (Nicotinamide adenine dinucleotide phosphate)
ADP = অ্যাডিনোসিন ডাইফসফেট (Adenosine disphosphate)
iP = ইনঅরগ্যানিক ফসফেট (Inorganic phosphate)
RuBP = রাইবিউলোজ বিসফসফেট (Ribulose bisphophate) [ এর পুরাতন নাম RuBP (রাইবিউলোজ ডাইফসফেট)
কার্বন ডাইঅক্সাইড (Carbon di-Oxide) :
কার্বন ডাইঅক্সাইড সালোকসংশ্লেষে কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। এর কার্বন ও অক্সিজেনের সাথে জলের হাইড্রোজেন যুক্ত হয়েই গ্লুকোজ উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড ভারী গ্যাসীয় উপাদান।
বায়ুতে এটির পরিমাণ 0.03% ।
কার্বন ডাইঅক্সাইডের উৎস (Source of Carbon di-oxide) :
- (i) স্থলজ ও পরাশ্রয়ী উদ্ভিদ পত্ররন্ধ্র, লেন্টিসেল বা কিউটিকলের মধ্য দিয়ে বায়ুমণ্ডল থেকে CO2 গ্রহণ করে।
- (ii) জলে নিমজ্জিত উদ্ভিদ সমগ্র দেহতল দ্বারা জলে দ্রবীভূত CO2 গ্রহণ করে।
- (iii) এছাড়া উদ্ভিদের দেহে উৎপন্ন CO2 (শ্বসন প্রক্রিয়ায়) দ্বারাও সালোকসংশ্লেষ ঘটে।
সালোকসংশ্লেষে CO2 -এর ভূমিকা (Role of CO2 in Photosynthesis) :
- (i) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কাঁচামাল রূপে ব্যবহৃত।
- (ii) কার্বন ডাইঅক্সাইডের কার্বন ও অক্সিজেন উভয়ই গ্লুকোজ গঠনে অংশ নেয় কার্বনের কোশস্থ যৌগে অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বলে।
- (iii) জারিত জলের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CO2 নিজে বিজারিত হয় এবং গ্লুকোজ উৎপন্ন করে।