নং |
কপাটিকার নাম |
অবস্থান |
কাজ |
১ |
ত্রিপত্র কপাটিকা (Tricuspid valve) |
ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল |
ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত যেতে দেয় কিন্তু বিপরীত দিকে যেতে বাধা দেয়। |
২ |
মাইট্রাল বা দ্বিপত্র-কপাটিকা (Bicuspid Valve) |
বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল |
বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত যেতে দেয় কিন্তু বিপরীত দিকে যেতে বাধা দেয়। |
৩ |
ফুসফুসীয় কপাটিকা (Pulmonary valve) |
ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল |
ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনিতে যেতে দেয় কিন্তু ডান নিলয়ে ফিরে আসতে বাধা দেয়। |
৪ |
মহাধমনি কপাটিকা (Aortic valve) |
বাম নিলয় ও মহাধমনির সংযোগস্থল |
বাম নিলয় থেকে রক্ত মহাধমনিতে যেতে দেয় কিন্তু বাম নিলয়ে ফিরে আসতে দেয় না। |
৫ |
থেবেসিয়ান (Thebesian) কপাটিকা |
নিম্ম মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থল |
ডান অলিন্দ থেকে রক্ত নিম্ন মহাশিরায় যেতে বাধা দেয়। |
৬ |
ইউস্টেচিয়ান (Eustachian) কপাটিকা |
করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থল |
ডান অলিন্দ থেকে রক্ত করোনারি সাইনাসে যেতে বাধা দেয়। |