জিব্বারেলিন
জিব্বারেলিন (Gibberellins)
উদ্ভিদের বীজপত্র, মুকুল প্রভৃতি থেকে উৎপন্ন যে টারপেনয়েড গোষ্ঠীভুক্ত নাইট্রোজেনবিহীন জৈব অম্ল বীজের অঙ্কুররোদ্গমে, বৃদ্ধিতে ও ফুল ফোটাতে সহায়তা করে তাকে জিব্বারেলিন বলে।
জিব্বারেল্লা ফুজিকুরই (Gibberella fugicuroi) নামক ছত্রাক থেকে আবিস্কৃত এই হরমোনটিকে জিব্বারেলিন অ্যাসিড (GA) -ও বলা হয়।
বহুপ্রকার (76 প্রকারের) GA -এর মধ্যে GA, বেশি পাওয়া যায়।
উৎসস্থল (Site of Formation) :
বীজপত্র, অপরিণত পাতা, অঙ্কুরিত চারা ও বর্ধনশীল অঞ্চলে উৎপন্ন হয়।
কাজ (Funtion) :
(1) সুপ্তদশার* (dormancy) অবসান —- α- অ্যামাইলেজের উৎপাদন ঘটিয়ে বীজের ও মুকুলের সুপ্তদশা কাটায় এবং যথাক্রমে অঙ্কুরোদগম ও মুকুলোদগম ঘটায়।
(2) পুস্পপরিস্ফুটন : পুস্প উৎপাদন ও পুস্পের আয়তন বৃদ্ধিতে সহায়তা করে।
(3) কাক্ষিকমুকুলের বৃদ্ধি : অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিকমুকুলের বৃদ্ধি ঘটায়।
(4) পর্বমধ্যের বৃদ্ধি : পর্বমধ্যের বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়ায়।
(5) বৃদ্ধি : কোশবিভাজন ঘটিয়ে ও ক্যাম্বিয়ামকে সক্রিয় করে খর্বাকার উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।
(6) ফলগঠন : বীজবিহীন ফল গঠন করে।
(7) লিঙ্গনির্ধারণ : উদ্ভিদের লিঙ্গনির্ধারণে সহায়তা করে।