উপক্ষার
উপক্ষার (Alkaloids):
প্রোটিন বিপাকে উৎপন্ন হয়ে বিভিন্ন উদ্ভিদের মূল, কান্ড, পাতা, ফল, বীজ প্রভৃতিতে সঞ্চিত নাইট্রোজেনযুক্ত তিক্ত স্বাদের রেচনপদার্থকেই উপক্ষার বলে।
নিম্নে কয়েকটি উপক্ষারের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব ছকের মাধ্যমে দেওয়া হলঃ
উপক্ষার | উৎস | অর্থনৈতিক গুরুত্ব |
---|---|---|
কুইনাইন | সিঙ্কোনার বাকল | ম্যালেরিয়ার ঔষধরূপে ব্যবহৃত হয়। |
রেসারপিন | সর্পগন্ধার মূল | উচ্চ-রক্তচাপ কমানোর ঔষধ তৈরি হয়। |
ড্যাটুরিন | ধুতুরার পাতা ও ফল | হাঁপানির ঔষধ তৈরি হয়। |
এফিড্রিন | এফিড্রার কান্ড | হাঁপানির ঔষধ তৈরি হয়। |
নিকোটিন | তামাকের পাতা | স্নায়ুউদ্দীপক মাদক রূপে ব্যবহৃত হয়। |
অ্যাট্রোপিন | বেলেডোনার পাতা ও মূল | চক্ষুর তারারন্ধ্র প্রসারণ, রক্তচাপ বৃদ্ধি, স্নায়ুজ ব্যথা কমানো প্রভৃতির ঔষধ তৈরি হয়। |
স্ট্রিকনিন | কুঁচেলার বীজ | পেটের পীড়ার ঔষধ তৈরি হয়। |
মরফিন | আফিং এর ফলত্বক | ঘুমের ও ব্যাথার ঔষধ তৈরি হয়। |
ক্যাফেইন | কফির বীজ | অবসাদদূরকারী পানীয় তৈরি হয়। |
থেইন | চা-এর পাতা | অবসাদদূরকারী পানীয় তৈরি হয়। |
ভেনিস | বাসকের কান্ড | সর্দিকাশির ঔষধ তৈরি হয়। |
নিম্বিন | নিমের পাতা ও ফল | জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়। |
এমিটিন | ইপিকাকের মূল | আমাশয় ও উদরাময়ের ঔষধ তৈরি হয়। |