প্রাণীর রেচনের বৈশিষ্ট্য
প্রাণীর রেচনের বৈশিষ্ট্য (Characteristics of animal excretion)
- 1)স্পঞ্জ, হাইড্রা প্রভৃতি কিছু নিম্নশ্রেণির প্রাণী ছাড়া সকল প্রাণীর নির্দিষ্ট রেচন অঙ্গ উপস্থিত।
- 2)প্রাণীর রেচনপদার্থ ব্যাপন প্রক্রিয়ায় অথবা নির্দিষ্ট রেচন অঙ্গ ও তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়।
- 3)প্রোটিন বিপাক বেশি হওয়ায় রেচনপদার্থ (বিশেষ করে N2 -যুক্ত রেচনপদার্থ) বেশি উৎপন্ন হয়।
- 4)রেচনপদার্থগুলি পুনরায় কোনো উপচিতি বিপাকে লাগে না।
- 5)রেচনপদার্থগুলি দেহের পক্ষে খুবই ক্ষতিকারক। এমনকি অত্যধিক জমে গেলে মৃত্যুও ঘটতে পারে।