স্নায়ু
স্নায়ু (Nerve)
রক্তবাহ ও চর্বিকোশ যুক্ত যোগকলার সূক্ষ্ম আবরণবেষ্টিত এক বা একাধিক স্নায়ু (অক্ষতত্ত্ব বা কৈশতত্ত্ব) বা স্নায়ুতন্তুগুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে।
প্রতিটি তন্তুকে ঘিরে যে আবরণ থাকে তাকে এন্ডোনিউরিয়াম বলে। এন্ডোনিউরিয়াম বেষ্টিত কয়েকটি স্নায়ুতন্ত্রে একসাথে ফিউনিকুলাস বলে; যাকে ঘিরে পেরিনিউরিয়াম নামক আবরণ থাকে। কয়েকটি ফিউনিকুলাসকে ঘিরে রাখে এপিনিউরিয়াম নামক আবরণ।
শ্রেণিবিভাগ :
A. কার্য অনুসারে স্নায়ু তিন প্রকারের হয়, যথা—
1. সংজ্ঞাবাহ বা অন্তর্বাহী (Sensory of Afferent) স্নায়ু : যেসকল স্নায়ু গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় করে, তাদের থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, তাদের সংজ্ঞাবাহ স্নায়ু বলে।
উদাহরণ – অপটিক, অডিটরি, প্রভৃতি স্নায়ু। এই স্নায়ুগুলি সংজ্ঞাবাহ নিউরোন দ্বারা গঠিত।
2. চেষ্টীয় বা বহির্বাহী (Motor or Efferent) স্নায়ু : যেসকল স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কারকে প্রেরণ করে, তাদের চেষ্টীয় স্নায়ু বলে। উদাহরণ- স্পাইনাল অ্যাকসেসরি, হাইপোগ্লাসাল প্রভৃতি স্নায়ু। এই স্নায়ুগুলি চেষ্টীয় নিউরোন দ্বারা গঠিত।
3. মিশ্র (Mixed) স্নায়ু : যেসকল স্নায়ু উভয়মুখে অর্থাৎ গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে উদ্দীপনা পরিবহন করে, তাদের মিশ্র স্নায়ু বলে। উদাহরণ- ভেগাস, ফেসিয়াল প্রভৃতি স্নায়ু। এই স্নায়ু সংজ্ঞাবাহ ও চেষ্টীয় উভয়প্রকার নিউরোন দ্বারা গঠিত।
B. গঠন অনুসারে স্নায়ু দু-প্রকারের হয়, যথা—
1. মেডুলেটেড (Medullated) স্নায়ু : মায়েলিন আবরণযুক্ত স্নায়ুতন্তুগুচ্ছকেমেডুলেটেড স্নায়ু বলে।
2. নন-মেডুলেটেড (Non-medullated) স্নায়ু : মায়েলিন আবরণবিহীন স্নায়ুতন্তু- গুচ্ছকে নন-মেডুলেটেড স্নায়ু বা নন-মায়েলিনেটেড স্নায়ু বলে।
C. প্রেরক পদার্থ নিঃসরণ অনুসারে স্নায়ু দু-প্রকারের হয়, যথা—
- (1) কোলিনারজিক স্নায়ুক স্নায়ু (অ্যাসিটাইল কোলিন নিঃসৃত হয়ে উদ্দীপনা প্রেরিত হয়) এবং
- (2) অ্যাড্রিনারজিক স্নায়ু (নরঅ্যাড্রিন্যালিন নিঃসৃত হয়ে উদ্দীপনা প্রেরিত হয়)।
স্নায়ুর কাজ :
(1) সংজ্ঞাবহ কাজ : বিভিন্ন গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায়।
(2) চেষ্টীয় কাজ : কেন্দ্রীস্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কারকে পাঠায়।
সংজ্ঞাবহ ও চেষ্টীয় স্নায়ুর পার্থক্য
নং | সংজ্ঞাবহ স্নায়ু | চেষ্টীয় স্নায়ু |
---|---|---|
১ | এই স্নায়ু সংজ্ঞাবহ নিউরোন দ্বারা গঠিত। | এই স্নায়ু আজ্ঞাবহ নিউরোন দ্বারা গঠিত। |
২ | এটি গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে। | এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কারকে বহন করে। |