অক্সিজেন চক্র
অক্সিজেন চক্র (Oxygen Cycle)
সংজ্ঞা (Definition) :
যে চক্রাকার পথে শ্বসন প্রভৃতির মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন জীবদেহে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়, তাকে অক্সিজেন চক্র বলে।
পরিবেশে অক্সিজেনের সংযোজন :
⚫A. জীবদেহ থেকে :
- (i) একমাত্র সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ আণবিক অক্সিজেন উৎপন্ন করে, যা পরিবেশে অক্সিজেনের সংযোজন ঘটায়। সালোকসংশ্লেষে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল জলকে ভেঙে অক্সিজেন উৎপন্ন করে। 2H2 O 4H+ + 4e- + O2 , 1
- (ii) জলজ উদ্ভিদেরা যে O2 উৎপন্ন করে তা বায়ুতে মিশ্রিত হয়।
⚫B. ভৌত প্রক্রিয়ায় :
- (i) বিদ্যুৎস্ফুরণের ফলে অতিবেগুনি রশ্মির প্রভাবে জলীয় বাষ্প ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়।
- (ii) অতিবেগুনি রশ্মির (242 nm 300nm তরঙ্গ- দৈর্ঘ্যের) প্রভাবে ওজোনোস্ফিয়ারের ওজোন গ্যাস ভেঙে গিয়ে অক্সিজেন উৎপন্ন হয়। 203 → 302।
- (iii) সমুদ্রোপকূলের ওজোন গ্যাস ভেঙেও অক্সিজেন উৎপন্ন হয়।
পরিবেশ থেকে অক্সিজেন অপসারণ :
⚫A জীবের মাধ্যমে :
- (i) সকল সবাত শ্বসনকারী উদ্ভিদ ও প্রাণী শ্বসন প্রক্রিয়ার জন্য পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ফলে পরিবেশের অক্সিজেন অপসারিত হয়।
- (ii) স্থলজ জীবেরা বায়ুর এবং জলজ জীবেরা জলে দ্রবীভূত বায়ুর O2। অপসারিত করে।
⚫B. ভৌত প্রক্রিয়ায় :
- (i) কয়লা, কাঠ প্রভৃতি দাহ্যবস্তু দহনের সময় পরিবেশ থেকে অক্সিজেন শোষিত হয়।
- (ii) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় পরিবেশের অক্সিজেন শোষিত হয়।
- (iii) লোহা, সিসা প্রভৃতি বিভিন্ন ধাতুর অক্সাইড প্রস্তুতির সময় পরিবেশের অক্সিজেন শোষিত হয়।
- (iv) কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির (242 nm-এর কম) প্রভাবে অক্সিজেন থেকে ওজোন উৎপন্ন হয়। O2 → O + O, O2 , + O = O3
অক্সিজেন চক্রের তাৎপর্য :
- (i) অক্সিজেন চক্রের মাধ্যমে প্রকৃতিতে অক্সিজেনের সমতা বজায় থাকে।
- (ii) জীবকুল শ্বসনের জন্য পরিবেশ থেকে অক্সিজেন ক্রমাগত পেতে থাকে অক্সিজেন চক্রের মাধ্যমে।
- (iii) অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন থেকে ওজোন গ্যাস উৎপন্ন হয় যা ওজোনোস্ফিয়ারে অবস্থান করে মহাজাগতিক রশ্মি শোষণ করে, ফলে জীবকুল ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।