জেনে রাখা ভালো
⚫ IUCN = ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার অ্যান্ড নেচারাল রিসোরসেস (International Union for Conservation of Nature and Natural Resources)
⚫ IBWL = ইন্ডিয়ান বোর্ড অব ওয়াইল্ডলাইফ (Indian Board of Wirld life)
⚫ WWF = ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (World-Wild Life Fund)
ভারতের কয়েকটি অভয়ারণ্য, সংরক্ষিত বন ও জাতীয় বনভূমিতে সংরক্ষিত প্রানী
বনভূমির নাম | অবস্থান | সংরক্ষিত |
---|---|---|
সুন্দরবন | পশ্চিমবঙ্গ – দক্ষিণ 24 পরগনা | রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, বিভিন্ন পাখি। |
জলদাপাড়া | পশ্চিমবঙ্গ- জলপাইগুড়ি | একশৃঙ্গ গণ্ডার, বাঘ, হাতি, হরিণ, বন্য শূকর। |
গির | গুজরাট | সিংহ, হরিণ, নীলগাই, বন্য শূকর। |
কাজিরাঙা | আসাম | গণ্ডার, বাঘ, বন্য হরিণ, মহিষ, হাতি। |
করবেট | উত্তরপ্রদেশ | বাঘ, হায়না, চিতা, হরিণ, সম্বর, নীলগাই, ভল্লুক। |
হাজারিবাগ | বিহার | বাঘ, সম্বর, হাতি, ভল্লুক, চিতা। |
বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কী?
উৎপাদক ও খাদকের বর্জ্য পদার্থ এবং মৃত দেহগুলির পচন ঘটিয়ে জৈব পদার্থকে ভেঙে অজৈব উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে যেগুলি উৎপাদকেরা পুনরায় পরিবেশ থেকে গ্রহণ করতে পারে। এভাবে অজৈব উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে দেয় বলে উৎপাদকের কখনও অজৈব উপাদানের ভাব ঘটে না।
একটি বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ নষ্ট হলে কী ঘটবে?
যে-কোনো বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদই হল উৎপাদক; যারা খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রহণ করে সকল খাদক ও বিয়োজক জীবনধারণ করে। তা সবুজ উদ্ভিদ নষ্ট হলে সমগ্র বাস্তুতন্ত্রের জীবজ উপাদান ধ্বংস হয়ে যাবে।
পরিবর্তক (Transformer) কী ?
যে-কোনো বাস্তুতন্ত্রে বিয়োজক দ্বারা উৎপাদক ও খাদকদের দেহ বিয়োজিত হলে সরল জৈব যৌগে পরিণত হলে ওই সকল জৈব যৌগকে কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া অজৈব পদার্থে পরিণত করে। এদের পরিবর্তক বলে।
গ্র্যামিনিভোরাস প্রাণী কারা?
যেসকল প্রাণী ঘাসজাতীয় (গ্র্যামিনি গোত্রের) উদ্ভিদ খাদ্যরূপে গ্রহণ করে। যেমন—গোরু।
গ্রেনিভোরাস প্রাণী কারা ?
যেসকল প্রাণী দানাশস্য (grain) খাদ্যরূপে গ্রহণ করে যেমন—পায়রা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন অভয়ারণ্য অথবা সংরক্ষিত বনে সংরক্ষিত হয় এমন কয়েকটি প্রাণীর নাম লেখো।
- রয়ের বেঙ্গল টাইগার–সুন্দরবন (দক্ষিণ চব্বিশ পরগণা)
- একশৃঙ্গ গন্ডার—জলদাপাড়া ও গোরুমারা (জলপাইগুঁড়ি)।
- হাতি –জলদাপাড়া ও চাপরামারি (জলপাইগুড়ি) এবং মহানন্দা (দার্জিলিং)।
- হরিণ—জলদাপাড়া, চাপরামারি এবং গরুমারা সিঞ্চল (দার্জিলিং)।
- বাঘ—জলদাপাড়া, গোরুমারা এবং চাপরামারি, মহানন্দা।
- কুমির—সুন্দরবনের, সজনেখালি (দক্ষিণ চব্বিশ পরগণা)।
পক্ষীস্যাংচুয়ারি (অভয়ারণ্য) কোথায় অবস্থিত?
পশ্চিমবঙ্গের সজনেখা এবং রাজস্থানের ভরতপুরে।