নিউরোন বা স্নায়ুকোশ
নিউরোন বা স্নায়ুকোশ (Neurone)
কোশদেহ ও প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও ক্রিয়ামূলক একককে নিউরোন বলে।
একটি আদর্শ চেষ্টীয় নিউরোনের প্রধান অংশদুটি হল-
- A. কোশদেহ ও
- B. প্রবর্ধক
কোশদেহ (Cell Body):
- (i) একে নিউরোসাইটন (Neurocyton) বা সোমা (Soma) বা পেরিক্যানিয়ন (Perikaryon) বলে।
- (ii) এটি গোলাকার বা বহুভুজাকার আকৃতির এবং সুস্পষ্ট নিউক্লিয়াস ও নিউরোপ্লাজম (Neuroplasm) নামক ঘন সাইটোপ্লাজমযুক্ত।
- (iii) নিউরোপ্লাজমে ক্ষারাসক্ত অসংখ্য কণা থাকে যেগুলিকে নিসল্ দানা বলে। এগুলি আসলে রাইবোনিউক্লিয়ো প্রোটিন দ্বারা গঠিত রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা।
- (iv) নিউরোপ্লাজমে নিউরোফাইব্রিল নামক তন্তু, মাইট্রোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, গলগি বডি প্রভৃতি থাকে।
- (v) কোশদেহের অ্যাক্সন সংলগ্ন অংশকে অ্যাক্সন হিলক বলে।
কাজঃ-
- বিভিন্ন বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ;
- অ্যাক্সনের অখন্ডতা ও সজীবতা রক্ষা,
- ডেনড্রন থেকে উদ্দীপনা গ্রহণ করে অ্যাক্সনে পাঠানো প্রভৃতি কোশদেহের কাজ।
প্রবর্ধক (Process): এটি দু-প্রকারের যথা-
- 1. অ্যাক্সন ও
- 2. ড্রেনড্রন।
1. অ্যাক্সন বা অক্ষতন্তু (Axon):
- (i) এটি একটি দীর্ঘ, সরু প্রোটোপ্লাজমীয় প্রবর্ধক।
- (ii) অ্যাক্সনের ভিতরে অবস্থিত সাইটোপ্লাজমকে অ্যাক্সোপ্লাজম (axoplasm) বলে যার মধ্যে নিউরোফাইব্রিল ও মাইটোকন্ড্রিয়া থাকে কিন্তু নিসলদানা থাকে না।
- (iii) অ্যাক্সোলামা (axolemma) নামক সজীব আবরণবেষ্টিত অ্যাক্সোপ্লাজমকে অক্ষস্তম্ভ (axis cylinder) বলে।
- (iv) অ্যাক্সনের একেবারে বাইরে নিউরিলেমা (Neurilemma) নামক সজীব কোশ আবরণ থাকে, যেটি প্রকৃতপক্ষে অ্যাক্সনের বাইরে অবস্থিত স্বোয়ান (Schwann) কোশ-এর আবরণ।
- (v) অনেক ক্ষেত্রে অ্যাক্সোলেমা ও নিউরিলেমার মধ্যবর্তী স্থানে স্নেহপদার্থপূর্ণ সাদা ও পুরু আবরণ থাকে তাকে মায়েলিন আবরণ (Myelin Sheath) বলে। এটি এক মিলিমিটার অন্তর অন্তর বিচ্ছিন্ন থাকে ফলে যে খাঁজ সৃষ্টি হয় তাকে র্যানভিয়ার পর্ব (Node of Ranvier) বলে।
- (vi) অ্যাক্সনের বহু বিভক্ত (150টি) প্রান্তকে প্রান্তবুরুশ (End brush) বলে। প্রতিটি প্রান্ত স্ফীত হয় যাকে প্রান্তস্ফীতি (knobs) বা অ্যাক্সন টেলোডেনড্রিয়া (axon telodendria) বলে।
- (vii) অ্যাক্সন সাধারণত অশাখ হলেও কোনো কোনো ক্ষেত্রে শাখা (Collaterals) থাকে।
কাজঃ- অ্যাক্সনের কাজ হল কোশদেহ থেকে উদ্দীপনা নিয়ে পরবর্তী নিউরোনে বা কারকে প্রেরণ করা।
2. ড্রেনড্রন বা কৈশতন্তু (Dendron):
- (i) কোশদেহ থেকে উৎপন্ন একাধিক খর্ব প্রোটোপ্লাজমীয় প্রবর্ধক হল ডেনড্রন।
- (ii) ডেনড্রনের গোড়া পুরু কিন্তু আগা সরু শাখাযুক্ত। শাখাপ্রশাখাগুলিকে ডেনড্রাইট (dendrites) বলে। এর ভিতরে নিউরোফাইব্রিল ও নিসলদানা থাকে।
কাজঃ- ডেনড্রন গ্রাহক থেকে অথবা অন্য স্নায়ুকোশের অ্যাক্সন থেকে উদ্দীপনা গ্রহণ করে কোশদেহে প্রেরণ করে। ।সংজ্ঞাবহ স্নায়ুর অ্যাক্সন খর্ব হয় এবং ডেনড্রন দীর্ঘ হয়।
অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য
নং | অ্যাক্সন | ডেনড্রন |
---|---|---|
১ | কোশদেহের দীর্ঘ, অশাখ, মায়োলিন ও নিউরিলেমা আবরণ এবং স্বোয়ান কোশযুক্ত একক প্রবর্ধক। | কোশদেহের খর্ব, শাখাপ্রশাখাযুক্ত, মায়োলিন ও নিউরিলেমা আবরণ এবং স্বোয়ান কোশবিহীন একাধিক প্রবর্ধক। |
২ | কোশদেহ থেকে উদ্দীপনা পরবর্তী নিউরোন বা কারকে প্রেরণ করে। | পূর্ববর্তী নিউরোন বা গ্রাহক থেকে উদ্দীপনা কোশদেহে প্রেরণ করে। |