ইনসুলিন
ইনসুলিন (Insulin )
ক্ষরণ স্থান :
অগ্ন্যাশয়ের ওপর অবস্থিত আইলেটস্ অব্ ল্যাঙ্গারহ্যান্স (Iletes of Langerhans) এর বিটা(β) কোশ থেকে ইনসুলিন ক্ষরিত হয়।
কাজ :
1. শর্করা বিপাক : শর্করার বিভিন্ন বিপাকক্রিয়ার মাধ্যমে রক্তে শর্করার পরিমাণ কমায়; যথা—
- (i) কোশের গ্লুকোজ বিশোষণ বাড়ায়।
- (ii) গ্লুকোজের জারণকে ত্বরান্বিত করে।
- (iii) গ্লাইকোজেনেসিস (গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি) প্রক্রিয়ায় যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন জমা করে।
- (iv) গ্লাইকোজেনোলাইসিস (গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি) এবং নিয়োগ্লুকোজেনেসিস (প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ তৈরি) প্রক্রিয়ায় বাধা দেয়।
2. প্রোটিন ও লিপিডের বিপাক : প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে এবং লিপিডের জারণে বাধা দেয়।
এই হরমোনের কম ক্ষরণে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস (Diabetes mellitus) রোগ হয়।
নং | ডায়াবেটিস মেলিটাস | ডায়াবেটিস ইনসিপিডাস |
---|---|---|
১ | ইনস্যুলিনের কম ক্ষরণে ঘটে। | ভেসোপ্রাসিন (ADH)-এর কম ক্ষরণে ঘটে। |
২ | রক্তে গ্লুকোজ বেড়ে যায় (হাই পারগ্লাইসিমিয়া) | মূত্রে জলের পরিমাণ বেড়ে যায় (পলিউরিয়া)। এবং মূত্রে গ্লুকোজ নির্গত হয় (গ্লুকোসুরিয়া)। |