logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

জীবন বিজ্ঞান চর্চা

জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ

সংক্ষিপ্ত বিবরণ সালোকসংশ্লেষের বিক্রিয়া CO2 এর উৎস ও ভূমিকা জলের উৎস ও ভূমিকা ক্লোরোফিলের উৎস ও ভূমিকা সূর্যালোকের উৎস ও ভূমিকা সালোকসংশ্লেষের অন্যান্য উপাদান সালোকসংশ্লেষের স্থান সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি আলোক দশা অন্ধকার দশা গ্লুকোজের পরিনতি সালোকসংশ্লেষের প্রভাবক সালোকসংশ্লেষের তাৎপর্য সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ জেনে রাখা ভালো

শ্বসন

সংক্ষিপ্ত বিবরণ শ্বসনের স্থান ও সময় শ্বসনবস্তু ও শক্তি সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক উদ্ভিদের শ্বাসঅঙ্গ প্রাণীদের শ্বাসঅঙ্গ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়া শ্বসনের তাৎপর্য শ্বসনের কাজ জেনে রাখা ভালো

পুষ্টি

সংক্ষিপ্ত বিবরণ খাদ্য শর্করা প্রোটিন স্নেহপদার্থ বা চর্বি খনিজ লবণ ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিন A ভিটামিন D ভিটামিন E ভিটামিন K ভিটামিন B কমপ্লেক্স ভিটামিন C পুষ্টিতে জলের ভূমিকা স্বভোজী উদ্ভিদের পুষ্টি পরভোজী উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টির অত্যাবশ্যকীয় মৌল উপাদান প্রাণীর পুষ্টি হলোজোয়িক পুষ্টি উৎসেচক বিপাক শক্তির চাহিদা ও সুষম খাদ্য জেনে রাখা ভালো

সংবহন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের সংবহন প্রাণীর সংবহন জেনে রাখা ভালো

চলন ও গমন

সংক্ষিপ্ত বিবরণ
কয়েকটি প্রাণীর গমন পদ্ধতি
অ্যামিবা কেঁচো আরশোলা মাছ মানুষের দ্বিপদীগমন অন্যান্য প্রাণী
উদ্ভিদের চলন ও গমন
উদ্ভিদের চলন স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক চলন স্বতঃস্ফূর্ত বক্রচলন আবিষ্ট বক্রচলন জেনে রাখা ভালো

রেচন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন পদার্থ গঁদ রজন ট্যানিন তরুক্ষীর বান তৈল বা উদ্‌বায়ী তৈল জৈব অ্যাসিড ধাতব কেলাস উপক্ষার গ্লাইকোসাইড প্রাণীর রেচন প্রাণীর প্রধান রেচনঅঙ্গ মানুষের রেচন-অঙ্গ বৃক্ক ত্বক ফুসফুস যকৃৎ লালাগ্রন্থি অন্ত্র জেনে রাখা ভালো

স্নায়ুতন্ত্র

সংক্ষিপ্ত বিবরণ স্নায়ুতন্ত্রের বিবর্তন স্নায়ুতন্ত্রের উপাদান নিউরোন বা স্নায়ুকোশ নিউরোনের প্রকারভেদ নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস স্নায়ু স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকান্ড করোটিয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জেনে রাখা ভালো

জ্ঞানেন্দ্রিয়

সংক্ষিপ্ত বিবরণ চক্ষু বা দর্শনেন্দ্রিয় কর্ণ বা শ্রবণেন্দ্রিয় নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় জিহ্বা বা স্বাদেন্দ্রিয় ত্বক বা স্পর্শেন্দ্রিয় জেনে রাখা ভালো

হরমোন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় ব্যাবহারিক প্রয়োগ প্রাণী হরমোন অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন ইনসুলিন থাইরক্সিন আড্রিনালিন বা এপিনেফ্রিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন জেনে রাখা ভালো

কোশ ও কোশবিভাজন

সংক্ষিপ্ত বিবরণ ক্রোমোজোম ইউক্যারিয়োটিক ক্রোমোজোম অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন কোশ বিভাজন কোশচক্র মাইটোসিস উদ্ভিদকোশে মাইটোসিস প্রাণীকোশে মাইটোসিস সাইটোকাইনেসিস জেনে রাখা ভালো

জনন ও বংশগতি

জনন অঙ্গজজনন অযৌনজনন যৌনজনন অপুংজনি জনুক্রম বংশগতি সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা বংশগতিসংক্রান্ত মেন্ডেলের সূত্র গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি মানুষের লিঙ্গ-নির্ধারণ মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম জেনে রাখা ভালো

অভিব্যাক্তি বা বিবর্তন

সংক্ষিপ্ত বিবরণ জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ জীবাশ্মঘটিত প্রমাণ অভিব্যক্তির তত্বাবলি ল্যামার্কবাদ ডারউইন পরিব্যক্তিবাদ জেনে রাখা ভালো

অভিযোজন

সংক্ষিপ্ত বিবরণ অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক উদ্ভিদের অভিযোজন পদ্মের অভিযোজন ক্যাকটাসের অভিযোজন সুন্দরীর অভিযোজন প্রাণীর অভিযোজন রুইমাছের অভিযোজন পায়রার অভিযোজন জেনে রাখা ভালো

ভাইরাস, অণুজীব, রোগ ও স্বাস্থ্য

ভাইরাস ভাইরাসের শ্রেণিবিভাগ ব্যাকটেরিয়োফাজ রোগসৃষ্টিকারী ভাইরাস ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অণুজীব ও তার প্রকারভেদ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা ছত্রাক প্রোটোজোয়া রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান বাহকের দ্বারা সৃষ্ট রোগ রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ সাধারণ বীজঘ্ন এর ব্যবহার অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ জেনে রাখা ভালো

পরিবেশ, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ

পরিবেশ জৈব ভূরাসায়নিক চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি খাদ্যশৃঙ্খল খাদ্যজাল পুষ্টিগঠন বাস্তুসংস্থানগত পিরামিড বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একটি পুকুরের বাস্তুতন্ত্র সংরক্ষণ জলসংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ বনসংরক্ষণ বন্যজীবন সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরন্য বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী জেনে রাখা ভালো

বৃক্ক


বৃক্ক (Kidney):

শিমবীজের মতো আকৃতির, কালচে লালবর্ণের ক্যাপসুল নামক আবরণ দ্বারা আবৃত বৃক্কদুটি নিম্ন উদরের পৃষ্ঠদেশে পেরিটোনিয়াম পর্দায় আবদ্ধ অবস্থায় ঝুলে থাকে। বৃক্কের অবতল অংশ বা হাইলামের সাথে শিরা, ধমনি ও গবিনী যুক্ত থাকে। প্রতিটি বৃক্কের ওজন প্রায় 125-170 gm; আয়তন 11cm×6cm×3cm।

বৃক্কের লম্বচ্ছেদের পরিধির দিকে গাঢ় লালবর্ণের দানাময় অংশকে কর্টেক্স এবং কেন্দ্রের দিকে গোলাপি বর্ণের অংশকে মেডালা বলে। বৃক্কের গঠনগত ও কার্যগত একক নেফ্রন প্রধানত কর্টেক্স অঞ্চলে (85%) থাকে। মেডালাতে আট থেকে আঠারোটি শঙ্কুর মতো গঠন (বৃক্কীয় পিরামিড) থাকে যার মধ্যে সংগ্রাহী নালি, বেলিনির নালি রক্তবাহ প্রভৃতি থাকে। ২-৩টি পিরামিডের সূচালো অংশ থেকে মাইনর ক্যালিক্স এবং কয়েকটি মাইনর ক্যালিক্স একত্রে মেজর ক্যালিক্স গঠন করে। 4-5 টি মেজর ক্যালিক্স একত্রে যুক্ত হয়ে গবিনীর পেল্ভিস অঞ্চল গঠন করে।

বৃক্কের গঠনগত ও কার্যগত এককরূপে মানুষের নেফ্রন (Human nephron as structural and functional unit of kidney):

ম্যালপিজিয়ান কণিকা ও বৃক্কীয় নালি দ্বারা গঠিত বৃক্কের গঠনগত ও কার্যগত একককে নেফ্রন বলে। প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন প্রায় 40 mm দীর্ঘ।

নেফ্রনের প্রধান দুটি অংশ থাকে, যথা-(1) ম্যালপিজিয়ান কণিকা ও (2) বৃক্কীয় নালিকা

1)ম্যালপিজিয়ান কণিকা (Malpighian corpuscles):

বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত নেফ্রনের স্ফীত প্রান্তীয় অংশটিকে ম্যালপিজিয়ান কণিকা বলে। এর দুটি অংশ (a) বাওম্যান ক্যাপসুল (b) গ্লোমেরুলাস।

a)বাওম্যান ক্যাপসুল (Bowman’s Capsule):

এটি গোল ফানেলের মতো দুটো একক কোশস্তরযুক্ত নেফ্রনের বদ্ধপ্রান্ত, যা গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে। এর বাইরের স্তরকে প্যারাইটাল স্তর এবং ভিতরের গ্লোমেরুলাসের দিকের স্তরকে ভিসেরাল স্তর বলে। ভিসেরাল স্তরে পোডোসাইট (Podocyte) নামে তারকাকৃতি কোশগুলি জালকের আকারে থাকে। মাঝের ছিদ্রগুলিকে স্লিটপোর (Slit Pore) বলে।

কাজঃ গ্লোমেরুলাস পরিস্রুত তরল গ্রহণ করে বৃক্কীয় নালিকায় পাঠায়।

b)গ্লোমেরুলাস (Glomerulus):

এটি বাওম্যান ক্যাপসুলের অভ্যন্তরে অবস্থিত প্রায় 50টি লুপের মতো রক্তজালক নিয়ে গঠিত। গ্লোমেরুলাসের মধ্যে মোটা অন্তর্মুখী (Afferent) ধমনিকা দিয়ে রক্ত প্রবেশ করে এবং সরু বহির্মুখী (Efferent) ধমনিকা দিয়ে রক্ত বেরিয়ে যায়।

কাজঃ গ্লোমেরুলাস রেচনপদার্থসহ রক্তের তরল অংশের পরা-পরিস্রাবণ (Ultrafiltration) ঘটিয়ে বাওম্যান ক্যাপসুলে পাঠায়।

2)বৃক্কীয় নালিকা (Real tubules):

বাওম্যান ক্যাপসুলের থেকে শুরু হয়ে সংগ্রাহী নালি পর্যন্ত বিস্তৃত নলাকার অংশকে বৃক্কীয় নালিকা বলে।

এর প্রধান চারটি অংশ নিম্নরূপঃ

নিকটবর্তী সংবর্ত বা পরসংবর্তনালিকা (Proximal Convoluted tubules): এটি বাওম্যান ক্যাপসুল সংলগ্ন কুন্ডলীকৃত নালিকা।

কাজ- এই অংশে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, সালফেট, কার্বনেট, ক্রিয়োটিন, ইউরিক অ্যাসিড প্রভৃতির পুনঃবিশোষণ (Reabsorption) ঘটে (রক্তজালক দ্বারা)।

হেনলির লুপ (Loop of Henle): এটি নিকটবর্তী সংবর্তনালির পরে ‘U’ আকৃতির নলাকার অংশ। এর পরপর অংশগুলি হল-(i) নিম্নগামী মোটা অংশ (ii) নিম্নগামী সরু অংশ (iii) ঊর্ধ্বগামী সরু অংশ ও (iv) ঊর্ধ্বগামী মোটা অংশ।

কাজ- এই অংশে জল, সোডিয়াম, ক্লোরিন প্রভৃতির পুনঃবিশোষণ ঘটে।

দূরবর্তী সংবর্ত বা দূরবর্তী নালিকা (Distal convoluted tubule): এটি সংগ্রাহী নালিসংলগ্ন কুণ্ডলীকৃত নালিকা অন্তর্মুখী ও বহির্মুখী ধমনির যে অংশের সাথে যুক্ত তাকে জাক্‌স্ট্রাগ্লোমেরিউলার অ্যাপারেটাস বলে।

কাজ- জল ও সোডিয়ামের পুনঃবিশোষণ এবং অ্যামোনিয়া, পটাশিয়াম প্রভৃতির ক্ষরণ ঘটায়।

সংগ্রাহী নালি (Collecting tubules): দূরবর্তী সংবর্ত নালি যে মোটা নালির সাথে যুক্ত থাকে তাকে সংগ্রাহী নালি বলে।

কাজ- জল, লবণ ও রেচনপদার্থকে (মূত্ররূপে) দূরবর্তী সংবর্ত নালি থেকে গ্রহণ করে বেলিনীর নালিতে পাঠায়।

বৃক্কের মাধ্যমে রেচন বা মূত্র উৎপাদন (Excretion through Kidney or Urine formation)

বৃক্কের নেফ্রনের মাধ্যমে দেহের অপ্রয়োজনীয় জল, বিপাকজাত ক্ষতিকারক পদার্থ (N2 -যুক্ত ও N2 -বিহীন) এবং অপ্রয়োজনীয় জৈব ও অজৈব যৌগ রক্ত থেকে আলাদা হয়ে মূত্রে পরিণত হয়।

বিজ্ঞানী বাওম্যান (Bowman), স্ট্যার্লিং (Sterling), কুশনি (Cushney) প্রভৃতি বিজ্ঞানীর মতে মূত্র উৎপাদন নিম্নলিখিত চারটি পর্যায়ে ঘটে-

গ্লোমেরুলাস দ্বারা পরিস্রাবণ (Filtration):

গ্লোমেরুলাস পরিস্রাবক যন্ত্র হিসাবে কাজ করে। অন্তর্মুখী ধমনিকার চেয়ে বহির্মুখী ধমনিকার ব্যাস কম হওয়ায় গ্লোমেরুলাসে রক্তের চাপ বেশি হয় (কার্যকরী পরিস্রাবণ চাপ 10mm-30mm Hg)। এর ফলে রক্তের বৃহৎ কোলয়েড অনু (প্রোটিন, লিপিড ও রক্তকণিকা) ছাড়া প্রায় সকল অংশ পরিশ্রুত হয়ে বাওম্যান ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। একে পরা-পরিস্রাবণ (Ultrafiltration) বলে। প্রতিদিন 170 লিটার গ্লোমেরুলাস পরিস্রুত তরল সৃষ্টি হয়।

বৃক্কীয় নালিকার দ্বারা পুনঃশোষণ (Reabsorption):

দেহের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান, যেমন-গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসকরবিক অ্যাসিড। প্রভৃতি সম্পূর্ণভাবে পুনঃশোষিত হয়। এছাড়া বেশিরভাগ জল এবং কিছু পরিমাণে Na+, K+, ফসফেট , সালফেট, ইউরিয়া ও ইউরিক অ্যাসিডও পুনঃশোষিত হয়। প্রতিদিন 168.5 লিটার জলীয় পদার্থ এভাবে পুনঃশোষিত হয়। জলের পুনঃশোষণে ADH (অ্যান্টি ডাইইউরেটিক হরমোন) সহায়তা করে।

বৃক্কীয় নালিকার ক্ষরণ (secretion):

বৃক্কীয় নালিকার কোশ থেকে বিভিন্ন বস্তু যেমন-রেনিন, এরিথ্রোজেনিন, সালফেট, কোলিন, হিস্টামিন প্রভৃতি বৃক্কীয় নালিকার অভ্যন্তরে ক্ষরিত হয়।

নেফ্রন দ্বারা নূতন বস্তুর সংশ্লেষ (Manufacture of new substances):

বৃক্কীয় নালিকার কোশগুলি অ্যামোনিয়া, হিপ্‌পিউরিক অ্যাসিড, অজৈব ফসফেট প্রভৃতি উৎপন্ন করে, যেগুলি মূত্রের মাধ্যমে রেচিত হয়।

এইভাবে পরিস্রাবণ ও পুনঃশোষণের পর ক্ষরিত ও উৎপাদিত পদার্থসহ প্রতিদিন প্রায় 1.5 লিটার মূত্র সংগ্রাহী নালি ও গবিনীর মাধ্যমে দেহের বাহিরে বেরিয়ে যায়।

বৃক্ক ছাড়া অন্যান্য রেচন অঙ্গ (Excretory Organs except kidney):

  • ত্বক (Skin): ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থির থেকে ঘর্ম (sweat) নিঃসৃত হয়। ঘর্মের মাধ্যমে জল, NaCl, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, CO2 এবং আরও বিভিন্ন লবণ দেহের বাইরে রেচিত হয়।

  • ফুসফুস (Lungs): ফুসফুসের থেকে নিশ্বাস বায়ুর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইদ ও কিছু জল দেহের বাইরে বেরিয়ে যায়।

  • যকৃৎ (Liver): যকৃতের মাধ্যমে হিমোগ্লোবিন ভেঙে উৎপন্ন বিলিরুবিন, বিলিভারডিন, স্টারকোবিলিনোজেন এবং বিভিন্ন ভারী ধাতু, প্রতিবিষ (Toxin), লেসিথিন, কোলেস্টেরল প্রভৃতি মলের সাথে রোচিত হয়। এছাড়া যকৃতে অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়।

  • লালাগ্রন্থি (salivary glands): লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসের মাধ্যমে ইউরিয়া, আয়োডাইড, থায়োসায়ানেট, কোহল প্রভৃতি রোচিত হয়।

  • অন্ত্র (Intestine): অন্ত্রের ভিতরের আবরণ থেকে লৌহ ও ক্যালশিয়াম লবণ অন্ত্রের গহ্বরে নিষ্কাশিত হয়ে মলের সাথে রোচিত হয়।