logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

জীবন বিজ্ঞান চর্চা

জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ

সংক্ষিপ্ত বিবরণ সালোকসংশ্লেষের বিক্রিয়া CO2 এর উৎস ও ভূমিকা জলের উৎস ও ভূমিকা ক্লোরোফিলের উৎস ও ভূমিকা সূর্যালোকের উৎস ও ভূমিকা সালোকসংশ্লেষের অন্যান্য উপাদান সালোকসংশ্লেষের স্থান সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি আলোক দশা অন্ধকার দশা গ্লুকোজের পরিনতি সালোকসংশ্লেষের প্রভাবক সালোকসংশ্লেষের তাৎপর্য সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ জেনে রাখা ভালো

শ্বসন

সংক্ষিপ্ত বিবরণ শ্বসনের স্থান ও সময় শ্বসনবস্তু ও শক্তি সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক উদ্ভিদের শ্বাসঅঙ্গ প্রাণীদের শ্বাসঅঙ্গ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়া শ্বসনের তাৎপর্য শ্বসনের কাজ জেনে রাখা ভালো

পুষ্টি

সংক্ষিপ্ত বিবরণ খাদ্য শর্করা প্রোটিন স্নেহপদার্থ বা চর্বি খনিজ লবণ ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিন A ভিটামিন D ভিটামিন E ভিটামিন K ভিটামিন B কমপ্লেক্স ভিটামিন C পুষ্টিতে জলের ভূমিকা স্বভোজী উদ্ভিদের পুষ্টি পরভোজী উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টির অত্যাবশ্যকীয় মৌল উপাদান প্রাণীর পুষ্টি হলোজোয়িক পুষ্টি উৎসেচক বিপাক শক্তির চাহিদা ও সুষম খাদ্য জেনে রাখা ভালো

সংবহন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের সংবহন প্রাণীর সংবহন জেনে রাখা ভালো

চলন ও গমন

সংক্ষিপ্ত বিবরণ
কয়েকটি প্রাণীর গমন পদ্ধতি
অ্যামিবা কেঁচো আরশোলা মাছ মানুষের দ্বিপদীগমন অন্যান্য প্রাণী
উদ্ভিদের চলন ও গমন
উদ্ভিদের চলন স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক চলন স্বতঃস্ফূর্ত বক্রচলন আবিষ্ট বক্রচলন জেনে রাখা ভালো

রেচন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন পদার্থ গঁদ রজন ট্যানিন তরুক্ষীর বান তৈল বা উদ্‌বায়ী তৈল জৈব অ্যাসিড ধাতব কেলাস উপক্ষার গ্লাইকোসাইড প্রাণীর রেচন প্রাণীর প্রধান রেচনঅঙ্গ মানুষের রেচন-অঙ্গ বৃক্ক ত্বক ফুসফুস যকৃৎ লালাগ্রন্থি অন্ত্র জেনে রাখা ভালো

স্নায়ুতন্ত্র

সংক্ষিপ্ত বিবরণ স্নায়ুতন্ত্রের বিবর্তন স্নায়ুতন্ত্রের উপাদান নিউরোন বা স্নায়ুকোশ নিউরোনের প্রকারভেদ নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস স্নায়ু স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকান্ড করোটিয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জেনে রাখা ভালো

জ্ঞানেন্দ্রিয়

সংক্ষিপ্ত বিবরণ চক্ষু বা দর্শনেন্দ্রিয় কর্ণ বা শ্রবণেন্দ্রিয় নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় জিহ্বা বা স্বাদেন্দ্রিয় ত্বক বা স্পর্শেন্দ্রিয় জেনে রাখা ভালো

হরমোন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় ব্যাবহারিক প্রয়োগ প্রাণী হরমোন অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন ইনসুলিন থাইরক্সিন আড্রিনালিন বা এপিনেফ্রিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন জেনে রাখা ভালো

কোশ ও কোশবিভাজন

সংক্ষিপ্ত বিবরণ ক্রোমোজোম ইউক্যারিয়োটিক ক্রোমোজোম অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন কোশ বিভাজন কোশচক্র মাইটোসিস উদ্ভিদকোশে মাইটোসিস প্রাণীকোশে মাইটোসিস সাইটোকাইনেসিস জেনে রাখা ভালো

জনন ও বংশগতি

জনন অঙ্গজজনন অযৌনজনন যৌনজনন অপুংজনি জনুক্রম বংশগতি সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা বংশগতিসংক্রান্ত মেন্ডেলের সূত্র গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি মানুষের লিঙ্গ-নির্ধারণ মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম জেনে রাখা ভালো

অভিব্যাক্তি বা বিবর্তন

সংক্ষিপ্ত বিবরণ জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ জীবাশ্মঘটিত প্রমাণ অভিব্যক্তির তত্বাবলি ল্যামার্কবাদ ডারউইন পরিব্যক্তিবাদ জেনে রাখা ভালো

অভিযোজন

সংক্ষিপ্ত বিবরণ অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক উদ্ভিদের অভিযোজন পদ্মের অভিযোজন ক্যাকটাসের অভিযোজন সুন্দরীর অভিযোজন প্রাণীর অভিযোজন রুইমাছের অভিযোজন পায়রার অভিযোজন জেনে রাখা ভালো

ভাইরাস, অণুজীব, রোগ ও স্বাস্থ্য

ভাইরাস ভাইরাসের শ্রেণিবিভাগ ব্যাকটেরিয়োফাজ রোগসৃষ্টিকারী ভাইরাস ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অণুজীব ও তার প্রকারভেদ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা ছত্রাক প্রোটোজোয়া রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান বাহকের দ্বারা সৃষ্ট রোগ রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ সাধারণ বীজঘ্ন এর ব্যবহার অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ জেনে রাখা ভালো

পরিবেশ, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ

পরিবেশ জৈব ভূরাসায়নিক চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি খাদ্যশৃঙ্খল খাদ্যজাল পুষ্টিগঠন বাস্তুসংস্থানগত পিরামিড বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একটি পুকুরের বাস্তুতন্ত্র সংরক্ষণ জলসংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ বনসংরক্ষণ বন্যজীবন সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরন্য বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী জেনে রাখা ভালো

বন্যজীবন সংরক্ষণ


বন্যজীবন সংরক্ষণ (Conservation of Wild life)

বন্যজীবনের সংজ্ঞা (Defination of Wildlife) :

গৃহপালিত প্রাণী ও কৃষিজ উদ্ভিদ ছাড়া বন্য পরিবেশে বসবাসকারী সকল স্তনপায়ী, পক্ষী, সরীসৃপ, উভচর, সন্ধিপদ, কম্বোজ প্রভৃতি শ্রেণির প্রাণী ও বিভিন্ন প্রকার উদ্ভিদকে একসাথে বন্যজীবন বলে।

বন্যজীবন হ্রাসের কারণ (Causes of Wildlife depletion) :

  • (1) অরণ্য নিধন : অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে বনের গাছ কাটা।

  • (2) জনবিস্ফোরণ : জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের সীমা প্রসার, শহর পত্তন এবং চাষযোগ্য জমি বাড়ানোর ফলে বনভূমি ধ্বংস হয়ে বন্যজীবনের হ্রাস ঘটিয়েছে।

  • (3) শিকার : নিছক খেয়াল খুশিতে অথবা মাংসের লোভে শিকার হওয়ায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আজ অবলুপ্তির মুখে।

  • (4) অর্থ উপার্জন : বিভিন্ন প্রাণীর মাংস, চামড়া, পালক, শিং, অস্থি প্রভৃতি খুব মূল্যবান। তাই অসাধু ব্যবসায়ীরা বন্যপ্রাণী নিধন করে বিদেশে ওইগুলি পাঠাতে চোরা শিকারিদের সহায়তা করে।

  • (5) বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়া : বনভূমির বাস্তুতন্ত্রের কোনো একটি জীবের অবলুপ্তির ফলে অন্যটিও অবলুপ্ত হতে পারে। যেমন—বিভিন্ন তৃণভোজী প্রাণী শিকারের ফলে মাংসাশী প্রাণীদের খাদ্যাভাব ঘটায় বহু প্রাণী অবলুপ্ত হয়ে গেছে।

  • (6) পরিবেশ দূষণ : বায়ু, জল, মাটি বিভিন্নভাবে দূষিত হওয়ায় বন্যজীবনহানি বেড়ে চলেছে।

  • (7) জীবনোপযোগী ব্যবস্থার অভাব : উপযুক্ত বাসস্থান, খাদ্য, নিভৃতপ্রজনন স্থান, জল প্রভৃতির অভাব থাকায় এবং রোগের চিকিৎসার ব্যবস্থা না থাকায় বহু বন্য জীবন অবলুপ্ত হতে চলেছে।

বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা (Necessity of Wildanimal Conservation):

  • (1) বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরের ভারসাম্য রক্ষা।
  • (2) বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন প্রাণীর চামড়া, শিং, অস্থি প্রভৃতি বিদেশে পাঠানো।
  • (3) পর্যটন ব্যাবসা-এর প্রসার ঘটিয়ে উপার্জন করা।
  • (4) বৈজ্ঞানিক গবেষণা বিশেষত চিকিৎসা- বিজ্ঞানের গবেষণা করা।
  • (5) বিরল প্রজাতিগুলিকে টিকিয়ে রাখা।
  • (6) চিত্ত বিনোদন, গল্পগাথা, সাহিত্য, চিত্র, ভাস্কর্য্য প্রভৃতি সৃষ্টির অনুপ্রেরণা দান করা।
  • (7) প্রয়োজনীয় দ্রব্য (মধু, মোম প্রভৃতি) সংগ্রহ করা।

বন্যপ্রাণী সংরক্ষণের উপায়– (Ways of Wildlife Conservation) :

  • (1)সরকারি প্রকল্প গঠন : বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প গঠন করা প্রয়োজন। এইজন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় বনভূমি, অভয়ারণ্য ও সংরক্ষিত অরণ্য গঠন, পাখিরালয়, ব্যাঘ্রপ্রকল্প, গন্ডারপ্রকল্প, কুমিরপ্রকল্প, প্রভৃতির প্রতিষ্ঠা এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাণ্ড (WWF) গঠন প্রভৃতি করা হয়েছে।

  • (2) আইন প্রণয়ন : আইন প্রণয়ন করে বন্যপ্রাণীর জীবন রক্ষার ব্যবস্থা করা। এই উদ্দেশ্যে ভারতে ভারতীয় বন আইন (1927), হস্তী ও গন্ডার সংরক্ষণ আইন (1932), বন্যপ্রাণীর সংরক্ষণ আইন (1972–74) প্রভৃতি আইন প্রণয়ন করে বন্য জীবজন্তু শিকার, কেনাবেচা প্রভৃতি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • (3) বনভূমি গঠন : নতুন বনভূমি গঠন ও পুরানো বনভূমিকে রক্ষা করে বন্যপ্রাণীদের বাসস্থান সুনির্দিষ্ট করা।

  • (4) চোরাশিকারি দমন : উপযুক্ত পাহারার ব্যবস্থা করে চোরাশিকার বন্ধ করা।

  • (5) জলাশয় খনন : বন্যপ্রাণীর তৃষ্মা নিবারণের জন্য বনের মধ্যে জলাশয় না থাকলে জলাশয় খনন করা।

  • (6) শান্তিপূর্ণ বসবাসের ব্যবস্থা : বন্যপ্রাণীরা যাতে নিভৃতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে তার জন্য বনের পাশে কলকারখানা স্থাপন ও বনের মধ্যে মানুষের যথেচ্ছ বিচরণ বন্ধ করা।

  • (7) রোগনিরাময় : বন্যপ্রাণীদের রোগ সম্পর্কে অবহিত হয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা।

  • (৪) বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় : বন্যপ্রাণীদের খাদ্যশৃঙ্খল সম্পর্কে জ্ঞান অর্জন করে যাতে সকল পুষ্টিস্তরের জীবের সমতা থাকে তার ব্যবস্থা করা।

  • (9) প্রাণী গণনা : বিভিন্ন প্রাণী গণনা করে তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হওয়া।

  • (10) গণচেতনা : সর্বোপরি বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করা।