অভিব্যক্তির তত্বাবলি
অভিব্যক্তির তত্ত্বাবলি (Theories of Evolution)
প্রাচীনতম জীব থেকে ক্রমজটিলতার মাধ্যমে কীভাবে বৈচিত্র্যময় বিভিন্ন প্রজাতির উদ্ভব ঘটেছে সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতবাদ রয়েছে। যেগুলির মধ্যে - ল্যামার্কের ল্যামার্কবাদ, ডারউইনের ডারউইনবাদ, হুগো দ্য ভ্রিসের পরিব্যক্তিবাদ প্রভৃতি উল্লেখযোগ্য।