সালোকসংশ্লেষের স্থান
সালোকসংশ্লেষের স্থান (Site of Photosynthesis)
জীবের ক্লোরোফিলযুক্ত সবুজ অংশই সালোকসংশ্লেষের স্থান। উন্নত উদ্ভিদে প্রধানত পাতার মেসোফিল কলায় এবং নিম্নশ্রেণির উদ্ভিদের সমগ্র দেহে সালোকসংশ্লেষ ঘটে। ছত্রাকজাতীয় উদ্ভিদে ক্লোরোফিল না থাকায় সালোকসংশ্লেষে অক্ষম। উনত্ত উদ্ভিদের পাতা ছাড়াও সমস্ত সবুজ অংশেই (যেমন— কান্ড, বৃতি, দলমণ্ডল, কাঁচাফলের ত্বক, মূল প্রভৃতি) সালোকসংশ্লেষ ঘটতে পারে।
ইউগ্লিনা (Euglena) ও ক্রাইসামিবা (Chrysamoeba) নামক এককোশী প্রানী এবং ক্লোরোবিয়াম (Chlorobium), রোডোস্পাইরিলাম (Rhodospirillum) প্রভৃতি ব্যাকটেরিয়ার দেহে সালোকসংশ্লেষ ঘটে।
একনজরে সালোকসংশ্লেষের স্থান
- 1. পাতা– বেশিরভাগ উন্নত উদ্ভিদ ;
- 2. কান্ড– ফণিমনসা, তেসিরামনসা, পুঁই ;
- 3. মূল— গুলঞ্চের আত্তীকরণ মূল, অর্কিডের বায়বীয় মূল ;
- 4. ফুল— আম, পেঁপে প্রভৃতি কাঁচাফলের ত্বক ;
- 5. বৃতি— জবা, ধুতুরা প্রভৃতি অধিকাংশ ফুল ;
- 6. দল— আতা, কাঁঠালিচাপা প্রভৃতি ফুল।
দ্বিবীজপত্রী উদ্ভিদের বিষমপৃষ্ঠ পাতার মেসোফিল কলা প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা গঠিত। এর মধ্যে প্যালিসেড প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্টিড বেশি থাকে। তাই এই অংশে সালোকসংশ্লেষ বেশি হয়।
সালোকসংশ্লেষের স্থানরূপে পাতাসালোকসংশ্লেষে সক্ষম প্রানী– ইউগ্লিনা, ক্রাইসামিবা।
সালোকসংশ্লেষীয় অক্ষম উদ্ভিদ– সকল ছত্রাক যেমন,— ইস্ট, মিউকর।
সালোকসংশ্লেষীয় একক কীঃ — কোয়ান্টোজোমে অবস্থিত 250–400 ক্লোরোফিল
একসাথে সালোকসংশ্লেষের আলোকদশা ঘটাতে সক্ষম তাই একে সালোকসংশ্লেষীয় একক বলে।
সালোকসংশ্লেষের আদর্শ স্থান হওয়ার জন্য পাতার কী কী অভিযোজন ঘটেছে ?
- (i) পত্রফলক চ্যাপটা ও প্রসারিত হওয়ায় বেশি পরিমাণে আলোক শোষণে সক্ষম।
- (ii) প্যালিসেড প্যারেনকাইমার অনুদৈর্ঘ অবস্থান ও ক্লোরোপ্লাস্টিডের প্রাচুর্যতার জন্যও বেশি পরিমাণে আলোক শোষণ করতে পারে।
- (iii) পত্ররন্ধ্র প্রচুর থাকায় পরিবেশের সাথে CO2 ও O2 এর বিনিময় সহজ হয়।
- (iv) পাতার শিরায় অবস্থিত জাইলেম জলের জোগান দেয় এবং ফ্লোয়েম উৎপন্ন খাদ্যের পরিবহন ঘটায়।
- (v) পাতার অন্তর্গঠনের বেশিরভাগ স্থানে ক্লোরোপ্লাস্টযুক্ত মেসোফিল কলা থাকে।