জেনে রাখা ভালো
জেনে রাখা ভালো
প্রভূগ্রন্থি কোনটি? কেন প্রভুগ্রন্থি বলা হয়?
পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা ব্যান্ডমাস্টার অব এন্ডোক্রিন অর্কেস্ট্রা বলে। কারণ, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
• প্রাণী হরমোনের কয়েকটি ব্যাবহারিক প্রয়োগের উদাহরণ দাও।
- (1) ডায়াবেটিস মেলিটাস রোগে ইনস্যুলিন ব্যবহৃত হয়।
- (2) হাঁপানি রোগে অ্যাড্রিনালিন ব্যবহৃত হয়।
- (3) ক্রেটিনিজম রোগে থাইরক্সিন ব্যবহৃত হয়।
• আপদকালীন বা সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বলতে কী বোঝো?
ভয়, দুঃখ ক্রোধ প্রভৃতি মানসিক স্থিতাবস্থার পরিবর্তনের সময় অ্যাড্রিনাল হরমোন ক্ষরিত হয়ে দেহকে প্রয়োজনীয় অবস্থা অবলম্বনে সহায়তা করে, তাই একে আপদকালীন হরমোন বলে।
• MSH বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের উৎস ও কাজ কী?
এটি পিটুইটারির মধ্যখন্ড থেকে ক্ষরিত হয় । মাছ, উভচর প্রভৃতির ক্ষেত্রে এটি মেলানিন সংশ্লেষিত করে ত্বকের বর্ণ গঠন করে।
• দুটি পাক অন্ত্রীয় হরমোনের উদাহরণ দাও।
- (1) গ্যাসট্রিন হরমোনটি পাকস্থলীর গাত্র থেকে ক্ষরিত হয়ে পাক্সথলীর ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
- (2) সিক্রেটিন ক্ষুদ্রান্ত্রের গ্রাহণি গাত্রে নিঃসৃত হয়ে অগ্ন্যাশয় রসের ক্ষরণ ঘটায়।