বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী
কয়েকটি বিলুপ্ত বা অধুনালুপ্ত প্রাণী :
1876 খ্রিস্টাব্দ থেকে পূর্ব ভারতের গোলাপী মাথা হাঁস (Pink-headed duck), 1945 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমভারতের পাহাড়ী বটের (Mountain quali), মরিশাসের দ্বীপের ডোডো (Dodo), আমেরিকার পর্যটক পায়রা (Passenger Pigeon), দক্ষিণ আফ্রিকার কোয়াগা (Quagga) প্রভৃতি।
কয়েকটি লুপ্তপ্রায় প্রাণী :
ভারতের সিংহ, একশৃংগ গন্ডার, বুনোগাধা, কস্তুরী মৃগ, ঘাস, কালোগলাসারস, কচ্ছপ, গোসাপ প্রভৃতি। এছাড়া, আফ্রিকার শ্বেতগন্ডার, সুমাত্রার রাংওটাং, উত্তরমেরুর মেরুভল্লুক প্রভৃতি।