জেনে রাখা ভালো
উদ্ভিদের পুষ্টি ও প্রাণীর পুষ্টির পার্থক্যঃ
উদ্ভিদের পুষ্টি | প্রাণীর পুষ্টি |
---|---|
1 এরা সরল ও অজৈব খাদ্য গ্রহণের মাধ্যমে নিজের খাদ্য নিজে উৎপন্ন করে পুষ্টি সম্পন্ন করে। | 1 এরা কঠিন ও জৈব উপাদান খাদ্যরূপে গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে, নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। |
2 এদের পুষ্টি প্রধানত হলোফাইটিক পুষ্টি এবং এর দুটি পর্যায়-সংশ্লেষ ও আত্তীকরণ। | 2 এদের পুষ্টি প্রধানত হলোজোয়িক পুষ্টি এবং এর পর্যায় পাঁচটি -খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। |