অযৌনজনন
অযৌনজনন (Asexual Reproduction)
সংজ্ঞা :
যে জনন পদ্ধতিতে দেহকোশ বিভাজিত হয়ে (প্রাণীতে) অথবা রেণু- উৎপাদনের মাধ্যমে (উদ্ভিদে) অপত্যজীব উৎপন্ন হয়, তাকে অযৌনজনন বলে।
প্রকারভেদ ও উদাহরণ (Types and Example) :
A উদ্ভিদের অযৌনজনন :
- 1. জুম্পোর (Zoospore) নামে ফ্লাজেলযুক্ত সচল রেণুর দ্বারা ক্ল্যামাইডোমোনাস বংশবিস্তার করে।
- 2. ওইডিয়া (Oidia), ক্ল্যামাইডোস্পোর (Chlamydospore) প্রভৃতির মাধ্যমে মিউকর অযৌনজনন ঘটায়।
- 3. অ্যাস্কোম্পোর (Ascospore)-এর মাধ্যমে ইস্ট এবং ব্যাসিডিয়োস্পোর (Basidio- spore)-এর মাধ্যমে অ্যাগারিকাস বংশবিস্তার করে।
- 4.গোনিডিয়া Gonidia)-এর মাধ্যমে ভলভক্স বংশবিস্তার করে।
B. প্রাণীর অযৌনজনন :
1. দ্বিবিভাজন (Binary fission) অর্থাৎ কোশ দু-ভাগ হয়ে অযৌন জনন ঘটে প্যারামেসিয়াম নামক আদ্যপ্রাণীতে।
2. বহুবিভাজন (Multiple fission) হয় অ্যামিবাতে; যেখানে নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস তৈরি হওয়ার পর সাইটোপ্লাজম বিভাজিত হয়।
3. কোরকোদ্গম (Budding) পদ্ধতিতে কোরক সৃষ্টির মাধ্যমে হাইড্রার অপত্য উৎপন্ন হয়।
4. গেমিউল (Gemmule) গঠনের মাধ্যমে স্পঞ্জের অপত্য উৎপন্ন হয়।
5. খণ্ডভবনের (Fragmentation) মাধ্যমে চ্যাপটাকৃমির অপত্য গঠিত হয়।
গুরুত্ব (Importance)
A অযৌনজননের সুবিধাগুলি হল :
(1) দ্রুতহারে বংশবৃদ্ধি : একটি জীব থেকে একসাথে বহু জীব সৃষ্টি হতে পারে।
(2) সহজ পদ্ধতি : অনুকূল পরিবেশে এই প্রক্রিয়ায় সহজে অপত্য সৃষ্টি হয়।
(3) প্ৰতিকূল অবস্থা কাটাতে : কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ পুরুপ্রাচীর যুক্ত রেণু উৎপন্ন করে প্রতিকূল অবস্থা কাটায়।
(4) জনুক্রমে : প্রধানত উদ্ভিদের ক্ষেত্রে স্পোরোফাইট দশা থেকে গ্যামেটোফাইট দশায় পরিণত হতে অযৌনজনন অবশ্যই প্রয়োজন।
(5) সমবৈশিষ্ট্য বজায় রাখতে : উৎপন্ন অপত্য জীব প্রায় জনিতৃ জীবের সমবৈশিষ্ট্য সম্পন্নহয়।
B. অযৌনজননের অসুবিধাগুলি হল :
- (1) উৎপন্ন জীবে নতুন বৈশিষ্ট্যের সংযোজন না ঘটায় উন্নত বৈশিষ্ট্যের জীব সৃষ্টি হয় না।
- (2) প্রকরণ না ঘটায় অভিযোজন ক্ষমতা কম হয়; ফলে জীবের অবলুপ্তি ঘটতে পারে।
- (3) একই বৈশিষ্ট্যযুক্ত হওয়ায় অভিব্যক্তি ঘটেনা।
অঙ্গজ ও অযৌন জননের পার্থক্য
নং | অঙ্গজজনন | অযৌনজনন |
---|---|---|
১ | প্রধানত উদ্ভিদের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে অপত্য সৃষ্টি হয়। | উদ্ভিদে রেণু (অযৌনজননের একক) উৎপাদনের মাধ্যমে অথবা প্রাণীতে দেহকোশ বিভাজনের মাধ্যমে অপত্য সৃষ্টি হয়। |
২ | মাইটোসিস প্রক্রিয়ায় অপত্য গঠিত হয় না । | প্রাণীতে মাইটোসিস প্রক্রিয়ায় ও উদ্ভিদে মিয়োসিস হয় না। মিয়োসিস প্রক্রিয়ায় অপত্য গঠিত হয়। |
৩ | এইপ্রকার জননের ফলে জনুক্রম ঘটে না। | এই প্রকার জননের ফলে জনুক্রম ঘটতে পারে (উদ্ভিদে)। |
৪ | নির্দিষ্ট সময়ে উৎপন্ন অপত্য জীবের সংখ্যা কম। | অল্পসময়ে বহু অপত্য গঠিত হয়। |