স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস
স্নায়ুসন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ বা সাইন্যাপস (Synapse) :
দুটি নিউরোনের যে বিশেষ সংযোগস্থলের মধ্য দিয়ে এক নিউরোন থেকে আর এক নিউরোনে স্নায়ুপ্রবাহ প্রেরিত হয়, তাকে স্নায়ুসন্নিধি বা প্রান্তসন্নিকর্ষ বা সাইন্যাপস বলে।
সাইন্যাপস বিভিন্ন রকমের হয়, যথা—
- (1) অ্যাক্সোডেনড্রাইটিক (অ্যাক্সন ও ডেনড্রেনের সংযোগ);
- (2) অ্যাক্সোসোমাটিক (অ্যাক্সন ওকোশদেহের সংযোগ);
- (3) অ্যাক্সোঅ্যাক্সনিক অক্সিনের সংযোগ);
- (4) ডেনড্রোডেনড্রাইটিক (দুটি ডেনড্রনের সংযোগ)।
গঠন :
একটি নিউরোনের অ্যাক্সন অপর একটি নিউরোনের ডেনড্রন যেখানে যুক্ত থাকে সেখানে অ্যাক্সনের ফোলা প্রান্ত (সাইন্যাপটিক নব) ডেনড্রাইটের প্রান্তের সামান্য ফাঁকা ব্যবধানে অবস্থান করে। এই ফাঁকা স্থানকে সাইন্যাপটিক ক্লেফ্ট (Synaptic cleft) বা প্রাপ্তসন্নিকর্ষীয় ব্যবধান বলে। এই ব্যবধানে যে তরুল থাকে তাকে নিউরোহিউন (Neurohumor) বলে। অ্যাক্সনের সাইন্যাপটিক নবের সাইন্যাপটিক ব্যবধান সংলগ্ন পর্দা প্রাকসন্নিধি পর্দা বা প্রিসাইন্যাপটিক মেমব্রেন এবং ডেনড্রাইটের সাইন্যাপটিক ব্যবধান সংলগ্ন পর্দাকে অধঃসন্নিধি পর্দা বা পোস্টসাইন্যাপটিক মেমব্রেন বলে।
কাজ :
সাইন্যাপসের কাজ হল স্নায়ুস্পন্দনকে একটি নির্দিষ্টদিকে এক নিউরোন থেকে অপর নিউরোনে প্রেরণ করা। অ্যাক্সনের সাইন্যাপটিকনবে অবস্থিত অ্যাসিটাইল কোলিন নামক প্রেরক পদার্থ পূর্ণ থলিগুলি স্নায়ুস্পন্দন গ্রহণ করে উদ্দীপিত হয় এবং অ্যাসিটাইল কোলিন সাইন্যাপটিক ব্যবধানের নিউরোহিউমারে ক্ষরিত হয়। সেখানে নির্দিস্ট বিক্রিয়ার মাধ্যমে পরবর্তী নিউরোনকে উদ্দীপিত করে।