জৈব ভূরাসায়নিক চক্র
জৈব ভূরাসায়নিক চক্র (Bio-geochemical cycles)
সংজ্ঞা (Definition) :
প্রোটোপ্লাজমের প্রয়োজনীয় রাসায়নিক উপাদানগুলি (C, H, O, N, S প্রভৃতি) যে চক্রাকার পথে জীবদেহ থেকে পরিবেশে এবং পরিবেশ জীবদেহে আবর্তিত হয়, তাকে জৈব ভূরাসায়নিক চক্র বা পুষ্টিচক্র বলে।
জৈব ভূরাসায়নিক চক্রের প্রয়োজনীয়তা (Importance of Bio-geochmical cycle) :
(1) নিঃশেষিত হয় না : জীবের যে সকল মৌল উপাদানগুলি (C, H, O, N, P. S প্রভৃতি) দেহগঠনের জন্য প্রয়োজন সেগুলি পরিবেশ থেকে অবিরাম গ্রহণ করার ফলে ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যেত, কিন্তু তা হয় না। সকল জীবের শ্বসনের ফলে এবং উদ্ভিদের সালোকসংশ্লেষের ফলে কয়েক হাজার বছরের মধ্যে পরিবেশের O2 শেষ হবার কথা এবং কয়েকশো বছরের মধ্যে CO2 শেষ হবার কথা। কিন্তু জৈব ভূরাসায়নিক চক্রের মাধ্যমে উক্ত উপাদানগুলি পরিবেশে নির্দিষ্ট থাকে।
(2) পুনর্ব্যবহার : জীবদেহ থেকে বর্জ্য পদার্থ রূপে অথবা মৃত্যুর পর বিয়োজিত হয়ে পরিবেশে ফিরে যায় বলে জীব পুনরায় সেগুলি ব্যবহারের জন্য পায়।
⚫রিজার্ভার পুল (Reservoir pool) : যেসকল মৌল উপাদানগুলি কেবল প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আবদ্ধ থাকে কখনও জীবের দেহগঠনের জন্য প্রয়োজন হয় না, তাদের সঞ্চিত ভাণ্ডার বা রিজার্ভার পুল বল।
⚫সাইক্লিক্যাল পুল (Cyclical pool) : যেসকল মৌল উপাদানগুলি অবিরাম পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়, তাদের আবর্তন ভাণ্ডার বা সাইক্লিক্যাল পুল বলে।
⚫বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় উপাদানের শতকরা ভাগ (আয়তনগতভাবে) : নাইট্রোজেন—77.17%, অক্সিজেন-20.60%, কার্বন ডাইঅক্সাইড–0.03%, জলীয় বাষ্প-1.40%, অন্যান্য গ্যাস– 0.80% ।
পরিবেশে প্রয়োজনীয় মৌল উপাদানগুলি অভাব না হবার কারণ :
- 1. পরিবেশ থেকে বিভিন্ন মৌল উপাদান জীব গ্রহণ করলেও তা নিজদেহে স্থায়ীভাবে সঞ্চয় করে রাখতে পারে না।
- 2. যেসকল মৌল উপাদানগুলি জীব গ্রহণ করে তার অনেকাংশ বিভিন্ন বিপাকক্রিয়ার মাধ্যমে বা রেচনাক্রিয়ার মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দেয়।
- 3. মৃত্যুর পর সকল জীবদেহ বিয়োজিত হয়ে মৌল উপাদানগুলি পরিবেশে ফিরে চলে যায়।