রজন (Resin)
রজন (Resin):
রজননালিতে সঞ্চিত জলে অদ্রাব্য, অ্যালকোহলে দ্রাব্য নাইট্রোজেনবিহীন, সুগন্ধযুক্ত, হালকা হলুদ বর্ণের রেচনপদার্থকে রজন বলে।
রজন তিন প্রকারের হয়, যথা-
- (1) কঠিন রজন (Hard Resin): চাঁচগালা, অ্যাম্বার, লাক্ষা বার্নিস প্রভৃতি
- (2) গঁদরজন (Gum Resin): ধুনো, হিং প্রভৃতি গঁদমিশ্রিত রজন এবং
- (3) ওলিয়োরজন (Oleoresin): টারপেনটাইন প্রভৃতি বানতৈলে মিশ্রিত তরল রজন।
উৎসঃ
পাইন, শাল, পাম, আফিং প্রভৃতি উদ্ভিদ।
অর্থনৈতিক গুরুত্বঃ
- (1) চাঁচগোলা ও টারপেনটাইন বার্নিশ শিল্পে (কাঠের রং করা), রং প্রস্তুতিতে এবং জলনিরোধক সিন্থেটিক রবার ও প্লাস্টিক প্রস্তুতিতে
- (2) ধুনো পূজার্চনায়
- (3) হিং রন্ধন ও মিষ্টান্ন শিল্পে
- (4) এছাড়া বিভিন্ন প্রকার রজন ধূপ ও প্রসাধন শিল্পে, বৈদ্যুতিক শিল্পে, ফিনাইল তৈরিতে ব্যবহৃত হয়।