স্নায়ুগ্রন্থি
স্নায়ুগ্রন্থি (Nerve Ganglion)
কতকগুলি নিউরোনের কেবলমাত্র কোশদেহগুলি মিলিত হয়ে স্নায়ুতন্ত্রে যে স্ফীত অংশ গঠন করে তাকে স্নায়ুগ্রন্থি বলে।
এটি প্রধানত দু-প্রকারের হয়।
- (i) সেরিব্রোস্পাইনাল স্নায়ুগ্রন্থি- (সুষুম্নাস্নায়ু ও করোটির স্নায়ুতে থাকে) এবং
- (ii) অটোনোমিক স্নায়ুগ্রন্থি (স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে অবস্থিত)।
কাজ :
স্নায়ু উৎপন্ন করা, নিউরোসিক্রিটারি পদার্থ নিঃসরণ করা।