সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি প্রথমে ATP –এর মধ্যে রাসায়নিক শক্তিতে এবং পরে তা পরে তা খাদ্যের মধ্যে স্থৌতিক হয় ।
ওই শক্তি শ্বসন প্রক্রিয়ায় গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং সকল জীবের বিভিন্ন জৈবনিক ক্রিয়া চালাতে সহায়তা করে ।
উদ্ভিদ -রা হল উৎপাদক এবং প্রানী- রা হল খাদক ।
প্রথম শ্রেণির খাদকেরা প্রত্যক্ষভাবে উদ্ভিদদেহ থেকে খাদ্য পায় এবং দ্বিতীয় শ্রেণির খাদকের প্রথম শ্রেণির খাদ্যরূপে গ্রহণ করে ।
এইভাবে উদ্ভিদদেহে সঞ্চিত সৌরশক্তি সর্বোচ্চ শ্রেনির খাদকের দেহেও পৌঁছে য়ায় ।
ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষ
ক্লোরোবিয়াম, ক্লোরোব্যাকটেরিয়াম প্রভৃতি সবুজ ব্যাকটেরিয়ার ক্রোমোটোফোরে ব্যাকটেরিয়ো ক্লোরোফিল (ক্লোরোবিয়াম ক্লোরোফিল) থাকায় এরা সালোকসংশ্লেষে সক্ষম । কিন্তু সালোকসংশ্লেষের জন্য এদের জল লাগে না, তার পরিবর্তে হায়ড্রোজেন সালফাইড (H2S) প্রয়োজন হয় এবং এই প্রক্রিয়ায় O2 উৎপাদিত হয় না, পরিবর্তে সারফার উৎপন্ন হয় । এই প্রক্রিয়াটি তাপমোচী ।
সূর্যালোক6CO2 + 12H2 S ---> C6H12O6 + 12S + 6H2O + শক্তি
ক্রোমোটোফোর