মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা (Experiment on Medel's Mono- hybrid cross) :
একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কোনো প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানোকে একসংকর জনন বলে।
(1) মেন্ডেল মটরগাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে আলাদাভাবে পরীক্ষা করেন,যেমন কাণ্ডের দৈর্ঘ্যের ওপর একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য হল দীর্ঘ ও খর্ব। তিনি জনিতৃ হিসাবে একটি বিশুদ্ধ দীর্ঘ মটরগাছ ও একটি বিশুদ্ধ খর্ব মটরগাছ নেন এবং তাদের মধ্যে ইতরপরাগযোগ ঘটান। [ বিশুদ্ধ বৈশিষ্ট্য পাওয়ার জন্য কয়েক জনু একই বৈশিষ্ট্যযুক্ত মটরগাছ নিয়ে স্বপরাগযোগ ঘটান। আবার জনিতৃ জনুর কৃত্রিম উপায়ে ইতরপরাগযোগ ঘটানোর জন্য কোনো একটি মটরগাছের সব ফুলের পুংকেশরগুলিকে পরিণত হওয়ার পূর্বেই বাদ দেন এবং অপর গাছ থেকে পরাগরেণু নিয়ে পরাগযোগ ঘটান। ]
(2) জনিতৃ জনুর ইতরপরাগযোগে উৎপন্ন বীজ থেকে প্রথম অপত্যজনুতে যেসকল মটরগাছ পান সেগুলি সবই দীর্ঘ।
(3) এরপর প্রথম অপত্যজনুর মটরগাছগুলির স্বপরাগযোগ ঘটিয়ে দ্বিতীয় অপত্যজনুর সৃষ্টি করেন। দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন মটরগাছগুলির মধ্যে 75% দীর্ঘ ও 25% খর্ব মটরগাছ পান।
চেকারবোর্ড বা পানেটস্কোয়ারের সাহায্যে মেন্ডেলের পরীক্ষার আধুনিক ব্যাখ্যা :
ধরা যাক, দীর্ঘ বৈশিষ্ট্যের জন্য জিন ‘T’ এবং খর্ব বৈশিষ্ট্যের জন্য জিন ‘t’। সুতরাং বিশুদ্ধ দীর্ঘ মটরগাছের প্রতিটি ডিপ্লয়েড (2n) কোশে ‘TT’ জিন থাকে এবং বিশুদ্ধ খর্ব মটরগাছের প্রতিটি ডিপ্লয়েড (2n) কোশে ‘tt’ জিন থাকে। কিন্তু প্রথম অপত্য জনুতে সৃষ্ট দীর্ঘ উদ্ভিদে ‘Tt’ জিন থাকে অর্থাৎ এটি সংকর।
F2 -জনুতে ফেনোটাইপের অনুপাত = দীর্ঘ মটরগাছ : খর্ব মটরগাছ = 3 : 1
জেনোটাইপের অনুপাত = TT (বিশুদ্ধ দীর্ঘ) : Tt (সংকর দীর্ঘ) : 11 (বিশুদ্ধ খর্ব) = 1 : 2 : 1
F1 -জনুতে দীর্ঘ ও খর্ব উভয় বৈশিষ্ট্যের জিন বর্তমান থাকলেও কেবল দীর্ঘ বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় ঐটি প্রকট বেশিষ্ট্য এবং খর্ব বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
F1 -জনুতে উপস্থিত দীর্ঘ ও খর্ব বৈশিষ্ট্য পৃথক ক্রোমোজোমে থাকার জন্য গ্যামেট গঠনকালে আলাদা হয়ে F2 -জনুতে উভয় বৈশিস্টের উদ্ভিদ সৃষ্টি করেছে ।
মেন্ডেলের সিদ্ধান্ত :
- (1) একক বৈশিষ্ট্যের অস্তিত্ব – F1 - জনুতে দুটি বিপরীত বৈশিষ্ট্য তাদের স্বাধীন সত্তা নিয়ে পাশাপাশি অবস্থান করে।
- (2) প্রকটতা— F1 -জনুতে দুটি বিপরীত বৈশিষ্ট্যের একটি প্রকাশিত হয় যাকে প্রকট এবং অন্যটি সুপ্ত থাকে যাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।
- (3) পৃথগভবনের নীতি—F1 -জনুতে বিপরীত বৈশিষ্ট্য মিশ্রিত হয় না বরং গ্যামেট সৃষ্টির সময় উভয় বৈশিষ্ট্য পৃথক হয়ে যায় এবং প্রতিটি গ্যামেট একটি করে বৈশিষ্ট্য পায়।