সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি
সালোকসংশ্লেষের সময় (Time of Photosynthesis)
সালোকসংশ্লেষ প্রধানত দিনের বেলায় ঘটে। সূর্যালোকের তীব্রতার উপর নির্ভর করে বলে সালোকসংশ্লেষ দিনের সকল সময় একইভাবে ঘটেনা । বেশি তীব্র আলোক অর্থাৎ দুপুরে কম হয়। মৃদু আলোক ভালো হয়। রাত্রিবেলায় নির্দিস্ট তীব্রতার কৃত্রিম আলোতেও সালোকসংশ্লেষ সম্ভব।
সালোকসংশ্লেষ পদ্ধতি (Mechanism of Photosynthesis)
সালোকসংশ্লেষ প্রক্রিয়াটির প্রথম পর্যায়ে আলোক প্রয়োজন হয় এবং শেষ পর্যায় আলোক ছাড়াই ঘটে। প্রথম পর্যায়ে আলোকদশা বা আলোক বিক্রিয়া এবং শেষ পর্যায়কে অন্ধকার দশা বা অন্ধকার বিক্রিয়া বলে।
A. আলোকদশা (Light Reaction)
আলোক বিক্রিয়া :
সূর্যালোক + ক্লোরোফিল12 H2O + 12NADP+ --> 602 + 12(NADPH + H+)
18 (ADP + IP) 18ATPঅন্ধকার বিক্রিয়া :
6CO2 + 12 (NADPH + H+) --> C6H12O6 + 6H2O + 12 NADP+
18ATP 18 (ADP + IP)সামগ্রিক বিক্রিয়া :
সূর্যালোক6CO2 + 12 H2O ----> C6H12O6 + 6H2O + 602
ক্লোরোফিল