গঁদ (Gum)
গঁদ (Gum):
কোশপ্রাচীরের সেলুলোজ বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন জলে দ্রাব্য নাইট্রোজেনবিহীন শ্লেষ্মার মতো যে তরল উদ্ভিদদেহ থেকে বেরিয়ে জমাট বেঁধে যায় তাকেই গঁদ বলে।
উৎসঃ
বাবলা, শিরীষ, সজনে প্রভৃতি।
অর্থনৈতিক
- (1) বইবাঁধাই শিল্পে
- (2) জল রং ও কালি প্রস্তুতিতে
- (3) কাগজ প্রস্তুতিতে
- (4) চকোলেট, জোলাপ ও ঔষধ তৈরিতে
- (5) দেয়ালে চুন দিতে
- (6) প্রসাধনের উপাদান হিসাবে গঁদ ব্যবহৃত হয়।