আড্রিনালিন বা এপিনেফ্রিন
অ্যাড্রিনালিন (Adrenaline) বা এপিনেফ্রিন (Epinephrine) :
ক্ষরণ স্থান :
বৃক্কের উপরে অবস্থিত অ্যড্রিনাল বা সুপ্রারেনাল গ্রন্থির মেডালার ক্রোমোফিন কোশ থেকে ক্ষরিত হয়।
কাজ :
- ১. স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া : ভয়, দুঃখ, আনন্দ, ক্রোধ প্রভৃতি মানসিক স্থিতাবস্থার পরিবর্তনের সময় ক্ষরিত হয় এবং দেহকে ওই অবস্থার উপযোগী করে।
- ২. সংবহনতন্ত্রের প্রভাব : হৃৎস্পন্দন, হার্দ উৎপাদ ও রক্তচাপ বাড়ায় এবং করোনারি, অস্থিপেশি ও যকৃৎ-এর রক্তবাহের প্রসারণ ও অন্যান্য রক্তবাহের সংকোচন ঘটায়।
- ৩. শ্বসনতন্ত্রে প্রভাব : উপক্লোমশাখাকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বাড়ায়।
- ৪. পেশির উপর প্রভাব : ঐচ্ছিক পেশির সংকোচন ক্ষমতা বৃদ্ধি করে এবং অনৈচ্ছিক পেশির প্রসারণ (পাকস্থলী, অন্ত্র ) অথবা সংকোচন (গবিনি, পিত্তাশয়) ঘটায়।
- ৫. দেহতাপ নিয়ন্ত্রণ : ত্বকে রক্তসংবহন কমিয়ে তাপের অপচয় কমায়।
- ৬. রেচনতন্ত্রে প্রভাব : গ্লোমেরুলাসে সংকোচন ঘটিয়ে মূত্র উৎপাদন হ্রাস করে।
- ৭. তারারন্ধ্র বড়ো হয়।
- ৮. লোম খাড়া হয়ে ওঠে।