প্রাণী হরমোন
প্রাণী হরমোন (Animal Hormones)
উন্নত প্রাণীদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন উৎপন্ন হয়। নিম্নশ্রেণির প্রাণীদের নিউরোন বা নিউরোসিক্রিটারি কোশ থেকে হরমোন উৎপন্ন হয়। প্রাণীদেহে হরমোন উৎপত্তিস্থল থেকে কার্যস্থলে প্রধানত রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়। প্রাণী হরমোনকে এন্ডোক্রিন (Endocrines)-ও বলা হয়।
অন্তঃক্ষরা, বহিঃক্ষরা ও মিশ্রগ্রন্থি (Endocrine, Exocrine & Mixed glands)
অন্তঃক্ষরাগ্রন্থি :
যেসকল গ্রন্থি নালিবিহীন এবং যার থেকে ক্ষরিত পদার্থ দেহের জলীয় তরলে সরাসরি নিঃসৃত হয় (অন্তঃক্ষরণ), তাদের অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি বলে।
উদাঃ—পিটুইটারি, থাইরয়েড প্রভৃতি।
বহিঃক্ষরা গ্রন্থি :
যেসকল গ্রন্থি নালিযুক্ত এবং যার থেকে ক্ষরিত পদার্থ নালির মাধ্যমে নিঃসৃত হয়, তাদের বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি বলে।
উদাঃ—যকৃৎ, লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থি প্রভৃতি।
মিশ্রগ্রন্থি :
যেসকল গ্রন্থি নালিকাযুক্ত হয় কিন্তু কিছু ক্ষরিত পদার্থ নালির মাধ্যমে এবং কিছু অন্তঃক্ষরণের মাধ্যমে নিঃসৃত হয়, তাদের মিশ্রগ্রন্থি বলে।
উদাঃ—অগ্ন্যাশয়, ডিম্বাশয়, শুক্রাশয় প্রভৃতি।
অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য
নং | অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine glands) | বহিঃক্ষরা গ্রন্থি (Exocrine glands) |
---|---|---|
১ | এর সাথে নালি যুক্ত থাকে না। | এর সাথে নালি যুক্ত থাকে। |
২ | এর থেকে ক্ষরিত পদার্থ অন্তঃক্ষরণের মাধ্যমে সরাসরি দেহতরলে নিঃসৃত হয়। | এর থেকে ক্ষরিত পদার্থ নালির মাধ্যমে দেহের বাইরে অথবা দেহের নির্দিষ্ট স্থানে নিঃসৃত হয়। |
৩ | এর থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হয়। | পাচকরস, ঘর্ম, দুধ প্রভৃতি ক্ষরিত হয়। |
৪ | উদাঃ—পিটুইটারি, থাইরয়েড প্রভৃতি। | উদাঃ—লালাগ্রন্থি, ঘর্ম গ্রন্থি প্রভৃতি। |
নিউরোহরমোন (Neurohormones) : যেসকল হরমোন স্নায়ুকোশ থেকে উৎপন্ন হয়, তাদের নিউরোহরমোন বলে।
উদাঃ—অক্সিটোসিন, ভেসোপ্রোসিন (ADH) প্রভৃতি।
ট্রফিক হরমোন (Trophic Hormones) : যেসসকল হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাদের ট্রফিক হরমোন বলে।
উদাঃ—STH, ACTH প্রভৃতি।
স্থানীয় হরমোন (Local Hormones) : যেসকল হরমোন উৎপত্তিস্থলেই কাজ করে তাদের স্থানীয় হরমোন বলে।
উদাঃ—টেস্টোস্টেরন, গ্যাস্ট্রিন প্রভৃতি।
অমেরুদণ্ডীর হরমোন : একডাইসোন (Ecdysone) পতঙ্গের নির্মোচন প্রক্রিয়ায় সহায়তা করে। জুভেনাইল হরমোন (Juvenile hormone) পতঙ্গের লার্ভার বৃদ্ধি ঘটায়। গ্যাসীয় হরমোন ফেরোমোন (Pheromone) পতঙ্গদের মধ্যে যোগাযোগ রাখতে সহায়তা করে।
মানবদেহের কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থি :
গ্রন্থির নাম | অবস্থান | ক্ষরিত হরমোন |
---|---|---|
পিটুইটারি(Pituitary) | করোটির স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠ। | অগ্রভাগ থেকে STH, TSH,ACTH, GTH এবং পশ্চাদ্ভাগ থেকে ADH ও অক্সিটোসিন। |
থাইরয়েড(Thyroid) | ল্যারিংক্সের নীচে ট্রাকিয়ার দু-পাশে দ্বিতীয় থেকে চতুর্থ তরুণাস্থি বলয়ের ওপর। | থাইরক্সিন বা টেট্রাআয়োডো- থাইরোনিন (T4), ট্রাই আয়োডো- থাইরোনিন (T3)। |
আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যান্স | অগ্ন্যাশয় ওপর ছড়িয়ে থাকে। | a -কোশ থেকে গ্লুকাগণ, β-কোশ থেকে ইনসুলিন, ১-কোশ থেকে সোমাটোস্ট্যাটিন। |
অ্যাড্রিনাল (Adrenal) | বৃক্কের ওপরে অবস্থিত। | কর্টেক্স থেকে কর্টিসোন, আএল্ডোস্টেরন |
ডিম্বাশয় (Ovary) | স্ত্রীদেহে শ্রোণিগহুরের দু-পাশে। | ইস্ট্টোজেন, প্রোজেস্টেরন, রিলাক্সিন |
শুক্রাশয় (Testis) | পুরুষদেহে স্ক্রোটাম থলি। | টেস্টোস্টেরন, ডাই -হাইড্রো-টেস্টোস্টেরন। |