উদ্ভিদের রেচন
উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য (Characteristics of Plant excretion):
1)উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ বা তন্ত্র থাকে না।
2)উদ্ভিদের রেচন-পদার্থগুলি সাধারণত কেলাস বা কোলয়েড রূপে নির্দিষ্ট কলাকোশে জমা থাকে।
3)অঙ্গমোচনের মাধ্যমে অথবা নিঃসরণের মাধ্যমে রেচনপদার্থ দেহ থেকে বেরিয়ে যায়।
4)প্রোটিন বিপাক কম বলে রেচনপদার্থ (বিশেষ করে N2 -যুক্ত রেচনপদার্থ) কম উৎপন্ন হয়।
5)রেচনপদার্থগুলো কম ক্ষতিকারক।
6)রেচনপদার্থগুলো (যেমন CO2, NH3 ) বিভিন্ন উপচিতি বিপাকে কাজে লাগে।
7)গ্যাসীয় ও জলে দ্রবণীয় রেচনপদার্থ ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে যায়।
উদ্ভিদের রেচনপদার্থ অপসারণের উপায় (Means of Removal of Excretory Products from Plants)
উদ্ভিদে কোনো রেচনতন্ত্র না থাকায় এককোশী উদ্ভিদে কেবল ব্যাপন প্রক্রিয়ায় এবং বহুকোশী উদ্ভিদে ব্যাপন , অঙ্গমোচন প্রভৃতি প্রক্রিয়ায় রেচনপদার্থ দেহ থেকে অপসারিত হতে পারে। যথা-
পত্রমোচনঃ পর্ণমোচী উদ্ভিদ (অশ্বত্থ, শিমুল, আমড়া প্রভৃতি) নির্দিষ্ট ঋতুতে সমস্ত পাতা ঝরিয়ে এবং চিরহরিৎ উদ্ভিদ (দেব্দারু, মেহগিনি প্রভৃতি) সারাবছরই কিছু কিছু পাতা ঝরিয়ে সঞ্চিত রেচনপদার্থ ত্যাগ করে।
বল্কল মোচনঃ কিছু উদ্ভিদ যেমন-পেয়ারা, আম, অর্জুন প্রভৃতি বাকল মোচনের মাধ্যমে বাকলে সঞ্চিত রেচনপদার্থ ত্যাগ করে।
ফলমোচনঃ বিভিন্ন উদ্ভিদের ফলে সঞ্চিত রেচনপদার্থগুলি ফল ঝরে পড়লে উদ্ভিদদেহ থেকে রেচনপদার্থগুলো আলাদা হয়ে যায়। যেমন-লেবু, আপেল, তেঁতুল প্রভৃতি ফলে জৈব অ্যাসিড, ধুতুরা ফলে উপক্ষার প্রভৃতি সঞ্চিত হয়।
পুষ্পমোচনঃ বিভিন্ন উদ্ভিদের ফুলের বিভিন্ন অংশেও রেচনপদার্থ জমা হয় এবং ফুলগুলি ঝরে পড়লে উদ্ভিদদেহ থেকে রেচনপদার্থগুলি বিচ্ছিন্ন হয়। যেমন-অটোমিসিয়ার ফুলে ম্যান্টেনিন নামক উপক্ষার এবং লবঙ্গের ফুলে বানতৈল জমা থাকে।
তরুক্ষীর নিঃসরণঃ বট, আকন্দ প্রভৃতি উদ্ভিদের ক্ষীরনালিতে জমে থাকা তরুক্ষীর নামক রেচনপদার্থ আঘাতের ফলে বাইরে নির্গত হয়।
গঁদ নিঃসরণঃ পাইন, শাল প্রভৃতি উদ্ভিদের রজননালিতে জমে থাকা রজন প্রাকৃতিকভাবে বা আঘাতের ফলে দেহ থেকে নির্গত হয়।
ব্যাপন প্রক্রিয়ায়ঃ নিম্নশ্রেণির উদ্ভিদের দেহতল থেকে ও উন্নত উদ্ভিদের পত্ররন্ধ্র দিয়ে CO2 প্রভৃতি ব্যাপিত হয়।
গাটেশান ও লিচিংঃ এই দুই প্রক্রিয়ায় যথাক্রমে পাতা ও মূল থেকে কিছু রেচনপদার্থ বেরিয়ে যায়।