কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (Central Nervous System of CNS)
স্নায়ুতন্ত্রের যে প্রধান ফাঁপা অংশটি মস্তিক করোটির গহ্বরে অবস্থিত মস্তিষ্ক ও মেরুদণ্ডের গহ্বরে অবস্থিত সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে।
মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণকে মেনিনজেস (Meninges) বলে। এটি বাইরের থেকে ভিতরে তিনটি স্তর নিয়ে গঠিত। স্তরগুলি যথাক্রমে ডুরাম্যাটার (duramater), অ্যারায়েডম্যাটার (arachnoidmater) এবং পিয়াম্যাটার (piamater)। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের গহ্বর যে তরলে পূর্ণ তাকে মস্তিষ্কসুষুম্না রস বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (Cerebrospinal fluid) বা CSF বলে।