প্রাণীর প্রধান রেচনঅঙ্গ
প্রাণীর প্রধান রেচনঅঙ্গ (Main Excretory Organs in animals)
কয়েকটি প্রাণীর রেচনঙ্গের নাম ও বৈশিষ্ট্য ছকের মাধ্যমে দেওয়া হল।
প্রাণীর নাম | রেচন অঙ্গ | বৈশিষ্ট্য |
---|---|---|
অ্যামিবা, প্যারামিসিয়াম | সংকোচী গহ্বর (contractile Vacuole) ও কোশ পর্দা। | কোশের গহ্বর জল ও রেচনপদার্থ গ্রহণ করে এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে বের করে দেয়। |
হাইড্রো, স্পঞ্জ | রেচন অঙ্গ নেই | ব্যাপন প্রক্রিয়ায় রেচন ঘটে। |
প্লানোরিয়া, ফিতাকৃমি | শিখা কোশ (Flame cell) | শিখাকোশগুলি সিলিয়াযুক্ত এবং সিলিয়া প্রদীপের শিকার ন্যায় সঞ্চালিত হয়। |
কেঁচো, জোঁক, নেরিস | নেফ্রিডিয়া (Nephridia) | এটি চোঙের মতো নেফ্রোস্টোম, প্যাঁচানো নালিকা এবং নেফ্রিডিয়োপোর নামক রেচন ছিদ্র নিয়ে গঠিত। |
আরশোলা, ফড়িং, মাছি | ম্যালপিজিয়ান নালিকা | মধ্য ও পশ্চাৎ অন্ত্রের সংযোগস্থলে অবস্থিত সরু নলের মতো অঙ্গ। |
চিংড়ি | সবুজ বা শুঙ্গ গ্রন্থি (Green or Antennary Glands) | দ্বিতীয় জোড়া শুঙ্গের গোড়ায় সবুজ রং-এর একজোড়া গ্রন্থি থাকে। এটি এন্ড স্যাক ল্যাবাইরিন্থ ও মূত্রথলি নিয়ে গঠিত। |
কাঁকড়াবিছা, মাকড়সা | কঙ্কাল গ্রন্থি (Coxal gland) | তৃতীয় পদ জোড়ার গোড়ার দিকের অংশে (কক্সায়) থাকে। এটি ভেসিকল, ল্যাবাইরিন্থ ও স্যাকিউল নিয়ে গঠিত। |
মাছের ভ্রূণ (লার্ভা) | প্রোনেফ্রিক বৃক্ক | দেহের সম্মুখভাগে গঠিত |
মাছ ও ব্যাং | মেসোনোফ্রিক বৃক্ক | দেহের মধ্যভাগে গঠিত |
টিকটিকি, মানুষ | মেটানোফ্রিক বৃক্ক | দেহের পশ্চাদ্ভাগে গঠিত। |