পরভোজী উদ্ভিদের পুষ্টি
পরভোজী উদ্ভিদ (Heterotrophs)-
যে সকল উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না এবং মৃত জৈবপদার্থ থেকে অথবা অন্য জীব দেহ থেকে পুষ্টিরস নিয়ে পুষ্টিসম্পন্ন করে, তাদের পরভোজী উদ্ভিদ বলে।
উদাঃ- অ্যাগারিকাস, স্বর্ণলতা। পরভোজী চারপ্রকারের হয়, যথা-মৃতজীবী, পরজীবী, মিথোজীবী ও পতঙ্গভুক উদ্ভিদ।
(i) মৃতজীবী উদ্ভিদ (Saprophytes)-
যে সকল উদ্ভিদ মৃত ও পচনশীল জৈবপদার্থ থেকে পুষ্টিরস নিয়ে পুষ্টিক্রিয়া সম্পন্ন করে, তাদের মৃতজীবী উদ্ভিদ বলে।
উদাঃ- মনোট্রোপা (Monotropa) নামক সপুষ্পক উদ্ভিদ, অ্যাগারিকাস, ইস্ট, মিউকর প্রভৃতি ছত্রাক। মৃতজীবীর পরিপাক দেহের বাইরে ঘটে।
(ii) পরজীবী উদ্ভিদ (Parasites)-
যে সকল উদ্ভিদ কোনো সজীব আশ্রয়দাতার (উদ্ভিদ বা প্রাণী) থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টিক্রিয়া সম্পন্ন করে, তাদের পরজীবী উদ্ভিদ বলে।
উদাঃ- স্বর্ণলতা (Cuscuta), র্যাফ্লেসিয়া (Rafflesia), বেনেবৌ (Orobanche), ফাইটোফথরা (Phytophthora), পাক্সিনিয়া (Puccinia) প্রভৃতি উদ্ভিদ সম্পূর্ণ পরজীবী এবং শ্বেতচন্দন (Santalum) লোরেনথাস (Loranthus) প্রভৃতি আংশিক পরজীবী।
(iii) মিথোজীবী উদ্ভিদ (Symbiont)-
যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদ বা প্রাণীর সঙ্গে একসাথে বাস করে এবং কেউ কারও ক্ষতি না করে একে অপরের কাছ থেকে পুষ্টিরস নিয়ে পুষ্টিক্রিয়া সম্পন্ন করে, তাদের মিথোজীবী উদ্ভিদ বলে।
উদাঃ-লাইকেন (Lichen)-এটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়, শিম্বগোত্রীয় উদ্ভিদ রাইজোবিয়াম (Rhizobium) নামক ব্যাকটেরিয়া, জুক্লোরেল্লা (Zoochlorella) নামক শৈবাল ও হাইড্রা নামক প্রাণী। রাস্না প্রভৃতি পরাশ্রয়ী উদ্ভিদরা স্বভোজী, এরা মিথোজীবী নয়।
(iv) পতঙ্গভুক উদ্ভিদ (Insectivorous)-
যে সকল কীটপতঙ্গকে বিভিন্ন উপায়ে নিজদেহে আবদ্ধ করে তার থেকে নাইট্রোজেনযুক্ত প্রোটিন খাদ্য গ্রহণ করে পুষ্টিক্রিয়া সম্পন্ন করে, তাদের পতঙ্গভুক উদ্ভিদ বলে।
উদাঃ-কলসপত্রী (Pitcher Plant or Nepenthes), সূর্যশিশির (Sundew or Drosera), পাতাঝাঁঝি (Bladderwort or Utricularia)।
স্বভোজী ও পরভোজীর পার্থক্য
নং | স্বভোজী | পরভোজী |
---|---|---|
১ | এরা নিজেরা প্রধানত সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। | এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। অন্য জীবদেহ থেকে অথবা মৃত জৈবপদার্থ থেকে খাদ্য সংগ্রহ করে। |
২ | এদের ক্লোরোফিল থাকে | এদের ক্লোরোফিল থাকে না। |
৩ | এরা সরল অজৈব উপাদান গ্রহণ করে। | এরা জটিল জৈব উপাদান গ্রহণ করে |
৪ | এদের পুষ্টির দুটি পর্যায়-সংশ্লেষ ও আত্তীকরণ | এদের পুষ্টির পর্যায়গুলি হল শোষণ ও আত্তীকরণ। অথবা খাদ্যগ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণ। |