শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক
শ্বসন নিয়ন্ত্রণ প্রভাবক ( Factors Controlling respiration)
A. বাহ্যিক প্রভাবক (External Factors ) :
1. অক্সিজেন ( oxygen ) : সবাতশ্বসনের ক্ষেত্রে পরিবেশ O2 -এর পরিমাণ বাড়লে শ্বসন দ্রুত হয় । কিন্তু অবাত শ্বসন O2 -এর উপস্থিতিতে বন্ধ হয়ে যায় ।
2. কার্বন ডাইঅক্সাইড ( Carbon dioxide ) : পরিবেশে CO2 -এর পরিমাণ বেড়ে গেল শ্বসন কম হয় ।
3. উষ্ণতা (Temperature) : 25*C থেকে 35*C উষ্ণতার শ্বসন ভালো হয় । এর থেকে কম বা বেশি উষ্ণতায় শ্বসন কম হয় ।
4. জল (Water) : শ্বসনের উৎসেচকগুলির কার্যকারিতার জন্য নির্দিস্ট পরিমাণে জল সরবরাহ প্রয়োজন ।
5. আঘাত ( Wounds) : আঘাতপ্রাপ্ত স্থানের কলাকোশে শ্বসন বেশি হয় ।
6. রাসায়নিক পদার্থ ( Chemicals) : ক্লোরোফর্ম, অ্যাসিটোন প্রভৃতি একটা নির্দিস্ট মাত্রা পর্যন্ত শ্বসনের হার বাড়ায় ।
7. অজৈব লবন ( Internal factors) : NaCI, KCI প্রভৃতি শ্বসনের হার বাড়ায়, কিন্তু MgCI2, CaCI2 প্রভৃতি শ্বসনের হার কমায় ।
B. অভ্যন্তরীণ প্রভাবক ( Internal Factors) :
1. খাদ্যবস্তু ( FODD) বা শ্বসন বস্তু (Respiratory Substrate) : শ্বসনের জন্য কাঁচামাল হিসাবে খাদ্যবস্তুর ( গ্লুকোজ প্রভৃতি ) পরিমাণ কোশে উপযুক্ত পরিমাণে থাকলে শ্বসনের হার বেশি হয় ।
2. প্রোটোপ্লাজম ( Protoplasm) : ঘন প্রোটোপ্লাজমযুক্ত কোশগুলিতে শ্বসনের হার বেশি হয় ।
3. উৎসেচক ( Enzyme) : শ্বসনের জন্য প্রয়োজনীয় উতসেচকগুলি কোশে উপযুক্ত পরিমাণে থাকলে শ্বসন বেশি হয় ।