বান তৈল বা উদ্বায়ী তৈল (essential or Volatile Oils)
বান তৈল বা উদ্বায়ী তৈল (essential or Volatile Oils):
বিভিন্ন উদ্ভিদের ফুল, ফল, পাতা প্রভৃতির তৈলগ্রন্থিতে যে বিশেষ গন্ধযুক্ত ও সহজে বাষ্পীভূত হয় এমন তৈল উপস্থিত, তাকে বান তৈল বা উদাবায়ী তৈল বলে।
উৎসঃ
লেবু, ইউক্যালিপটাস, তুলসী প্রভৃতির পাতা; জুঁই, গোলাপ,লবঙ্গ প্রভৃতি ফুল; দারুচিনির বাকল; লেবুর ফলত্বক প্রভৃতি।
অর্থনৈতিক গুরুত্বঃ
- (1) আতর, তেল, সাবান প্রভৃতি প্রসাধনসামগ্রী তৈরিতে বান তৈল ব্যবহৃত হয়;
- (2) ঔষধ তৈরিতে বান তৈল ব্যবহৃত হয়।