রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান
রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান (Disease and Hygiene )
রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান কাকে বলে? (What is Disease and Hygiene?)
জীবের জীবনপ্রক্রিয়াগুলি স্বাভাবিকভাবে চলতে থাকলে জীব সুস্বাস্থ্যের অধিকারী হয়। কিন্তু অপুষ্টির ফলে অথবা ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতির আক্রমণে জীবের স্বাস্থ্যহানি ঘটে। তখন জীবনপ্রক্রিয়াগুলি ঠিকমতো চলে না। দেহের এরূপ অবস্থাকেই রোগ (Diseaes) বলে। অপরদিকে যে বিজ্ঞান জেনে আমরা দেহকে সুস্থ রাখতে পারি তাকে স্বাস্থ্যবিজ্ঞান ( Hygiene )* বলে।
⚫রোগ (Disease) :
রোগ দেহের এমন একটি অবস্থা, যা জীবদেহের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে বিঘ্নিত করে স্বাস্থ্যের অবনতি ঘটায় অথবা শারীরবৃত্তীয় ও মানসিক প্রক্রিয়াগুলির গোলযোগ সৃষ্টি করে।
⚫স্বাস্থ্যবিজ্ঞান (Hygiene or Health Science ) :
যে শাস্ত্র পাঠ করলে পারিপার্শ্বিক পরিবেশকে জীবনোপযোগী করে তোলার প্রণালী সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং দেহের অসুস্থতার প্রতিকার করে স্বাস্থ্যরক্ষা করা যায়, তাকে স্বাস্থ্যবিজ্ঞান বলে।
⚫স্বাস্থ্য (Health) :
যে শারীরিক অবস্থায় দেহের যন্ত্রগুলির ক্রিয়া স্বাভাবিকভাবে চলে এবং ঠিকমতো শারীরিক ও মানসিক পরিশ্রম করতে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যতা অনুভব করা যায় তাকেই স্বাস্থ্য বলে।