চলন ও গমন (Movement and Locomotion)
সূচনা (Introduction)
উত্তেজনায় সাড়া দেওয়া জীবের একটি মৌলিক ধর্ম। উত্তেজনায় সাড়া দিতে জীব অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করে অথবা অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়ার মাধ্যমে স্থান পরিবর্তন করে। প্রথম ঘটনাকে চলন এবং দ্বিতীয় ঘটনাকে গমন বলে।
চলনের সংজ্ঞাঃ যে জৈবনিক প্রক্রিয়ায় জীব একস্থানে আবদ্ধ থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতস্ফূর্তভাবে অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করে, তাকে চলন (Movement) বলে। উদাহরণ-সকল উদ্ভিদ ও প্রাণীর চলন হয়।
গমনের সংজ্ঞাঃ যে জৈবনিক প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করে, তাকে গমন (Locomotion) বলে। উদাহরণ-প্রায় সকল প্রাণীর (স্পঞ্জ, প্রবাল প্রভৃতি ছাড়া) এবং কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদের (ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস প্রভৃতি) গমন হয়।
চলন ও গমনের পার্থক্য (Difference between Movement and Locomotion)
চলন | গমন |
---|---|
1 চলনে কেবল অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন ঘটে কিন্তু স্থান পরিবর্তন হয় না। | 1 গমনে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমেই স্থান পরিবর্তন ঘটে। |
2 চলন গমনের ওপর নির্ভরশীল নয়। | 2 গমন চলনের ওপর নির্ভরশীল |
3 চলন সকল উদ্ভিদ ও প্রাণীর ধর্ম | 3 গমন প্রায় সকল প্রাণী এবং কয়েকটি মাত্র উদ্ভিদের ধর্ম। |
চলন ও গমনের উদ্দেশ্যে (Purpose of Movement and Locomotion)
1. খাদ্য সংগ্রহঃ ভলভক্স প্রভৃতি উদ্ভিদ এবং প্রাণীদের খাদ্য সংগ্রহ করার জন্য চলন ও গমনের অবশ্যই প্রয়োজন। উদ্ভিদের মূলের জলের দিকে চলন বা পতঙ্গভুক উদ্ভিদের বিশেষ চলন খাদ্যসংগ্রহের জন্যই হয়ে থাকে।
2. অনুকূল আশ্রয়ঃ সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশের সন্ধানে জীবের চলন ও গমন প্রয়োজন।
3. আত্মরক্ষাঃ শত্রুর হাত থেকে রক্ষা পেতে প্রাণীর গমন আবশ্যক।
4. প্রজননঃ বংশবিস্তারের জন্য উদ্ভিদ ও প্রাণীর চলন ও গমনের প্রয়োজন।
গমনে সক্ষম উদ্ভিদ-ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস। গমনে অক্ষম প্রাণী-স্পঞ্জ, প্রবাল, ওবেলিয়া।