অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন
আটোজোম, সেক্রক্রোমোজোম ও জিনের সংজ্ঞা :
অটোজোম বা ইউক্রোমোজোম :
যেসকল ক্রোমোজোম জীবের সকল দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাদের অটোজোম বলে। মানুষের অটোজোম থাকে 22 জোড়া।
সেক্সক্রোমোজোম বা অ্যালোজোম :
যেসকল ক্রোমোজোম জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাদের সেক্সক্রোমোজোম বলে।
মানুষের একজোড়া সেক্সক্রোমোজোম থাকে (পুরুষের একটি করে X ও Y এবং মহিলার দুটি X)।
জিন :
নিউক্লিক অ্যাসিডের (প্রধানত DNA ও কিছু ভাইরাসে RNA) যে বিশেষ অংশ নির্দিষ্ট mRNA তৈরির মাধ্যমে নির্দিষ্ট পলিপেপটাইড তৈরি করে জীবের নির্দিষ্ট জৈবিক কাজ অর্থাৎ ফিনোটাইপ নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে।
ট্রান্সক্রিপশণ ট্রান্সক্রিপশণজিন যেভাবে কাজ করে : DNA --> m RNA --> প্রোটিন
জৈবিক কাজ ← উৎসেচক←